দিনভর জায়গায় জায়গায় আন্দোলন বিক্ষোভের পর গতরাতে কাজে ফিরে গিয়েছেন ট্রাকচালকরা। তবে এর আগে দেশ জুড়ে যে আন্দোলন তাঁরা শুরু করেছিলেন, তাতে জ্বালানি সরবরাহের ওপর চাপ পড়তে শুরু করেছিল। বহু জায়গায় বন্ধ হয়ে পড়েছিল পেট্রোল পাম্প। আতঙ্ক এবং আশঙ্কার জেরে বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্পে লম্বা লাইন লাগতে দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় অনেককেই। আর এরই মাঝে জ্বালানির অভাবে ঘোড়ায় চড়েই রাস্তায় নেমে পড়েন এক জোমাটে ডেলিভারি পার্টনার। গতকাল এমনই দৃশ্য দেখা যায় হায়দরাবাদে। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। (আরও পড়ুন: পেনশনভোগীদের জন্꧅য সুখবর, একলাফে ১৫% বাড়ানো হল ডিআর, মিলবে ৭ মাসের বকে𓄧য়া)
আরও পড়ুন: ৯০০ কর্মীর বেতন বন্ধ, ২০০০-ꦕকে 'জোর করে বদলি', বিস্ফোর অভিযোগ TCS-এর বিরুদ্ধে
ভাইরাল সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, জোমাটোর লোগো আঁকা লাল জ্যাকেট পরে থাকা এক যুবক ঘোড়ার পিঠে চেপে রাস্তা দিয়ে যাচ্ছে। তাঁর পিঠে খাবার বহন করার জোমাটোর হটব্যাগ। ভিডিয়োটি তোলা হয় হায়দরাবাদের চঞ🍌্চলগুড়া অঞ্চলে ইম্পেরিয়ল হোটেলের বিপরীতে। এদিকে উৎসুক পথচারীদের দিকে হাত নাড়তেও দেখা যায় ঘোড়ার পিঠে চেপে থাকা সেই যুবককে। এই ঘটনার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এনডিটিভির সাংবাদিক উমা সুধীর। তিনি ভিডিয়োর ক্যাপশনে লেখেন, ‘হায়দরাবাদে জ্বালানি তেলের ঘাটতি দেখা দেওয়ায় ডেলিভারি ঘোড়ার পিঠে চেপে গন্তব্যে যাচ্ছে। এই দৃশ্য ইম্পেরিয়াল হোটেলের বিপরীতে চঞ্চলগুড়ায়। হিট অ্যান্ড রান নিয়ে নতুন আইনের বিরোধিতায় ট্রাকচালকদের আন্দোলন চলছে। এর জেরে পেট্রোল পাম্পে লম্বা লাইন লাগছে। এরই ফল এই দৃশ্য।’