কেন্দ্রের নয়া সিদ্ধান্তে অনলাইনে খাবার অর্ডার করতে পকেট থেকে খসতে পারে বেশি টাকা। জানা গিয়েছে অনলাইনে খাবার অর্ডা𒁃র করার পরিষেবাকে জিএসটির আওতায় আনার ভাবনাচিন্তা করছে কেন্দ্র। এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে শুক্রবারের জিএসটি কাউন্সিলের বৈঠকে। যদি জোম্যাটো, সুইগির মতো অ্যাপগুলিকে জিএসটির আওতায় আনা হয় তাহলে অনলাইনে খাবার🏅 অর্ডারে পকেটের উপর চাপ বাড়তে পারে।
সূত্রের খবর, জোম্যাটো, ফুডপান্ডা, সুইগির মতো অনলাইন ডেলিভারি অ্যাপগুলিকে রেস্তোরাঁ পরিষেবা হিসেবে গণ্য করার কথা ভাবছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। যদি এই অ্যাপগুলিকে জিএসটির আওতায় আনা হয়, তাহলে সিজিএসটি আইন অনুযায়ী এই অ্যাপের পরিষেবারꦰ উপর কর ধার্য করা হবে। এর জেরে সরাসরি প্রভাব পড়বে গ্রাহকদের পকেটের উপর।
কেন্দ্রের নয়া সিদ্ধান্তে অনলাইনে খাবার অর্ডার করতে পকেট থেক🧸ে খসতে পারে বেশি টাকা। জানা গিয়েছে অনলাইনে খাবার অর্ডার করার পরিষেবাকে জিএসটির আওতায় আনার ভাবনাচিন্তা করছে কেন্দ্র। এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে শুক্রবারের জিএসটি কাউন্সিলের বৈঠকে। যদি জোম্যাটো, সুইগির মতো অ্যাপগুলিকে জিএসটির আওতায় আনা হয় তাহলে অনলাইনে খাবার অর্ডারে পকেটের উপর চাপ বাড়তে পারে।
সূত্রের খবর, জোম্যাটো, ফুডপান্ডা, সুইগির মতো অনলাইন ডেলিভারি অ্যাপগুলিকে রেস্তোরাঁ পরিষেবা হিসেবে গণ্য করার কথা ভাবছে কেন্দ্র꧋ীয় অর্থমন্ত্রক। যদি এই অ্যাপগুলিকে জিএসটির আওতায় আনা হয়, তাহলে সিজিএসটি আইন অনুযায়ী এই অ্যাপের পরিষেবার উপর কর ধার্য করা হবে। এর জেরে সরাসরি প্রভাব পডꦛ়বে গ্রাহকদের পকেটের উপর।
|