Bata Shares: ১ লাখ টাকার শেয়ার বেড়ে ১.৪৮ কোটি টাকা, ভাবা যায়! Updated: 08 Jul 2022, 05:22 PM IST Soumick Majumdar Bata Share Market Return: বাটা সংস্থার শেয়ারের ইতিহাস দেখলেই চমকে উঠবেন। রোজ পায়ে পরছেন যে জুতো, তার শেয়ার কিনলেই মিলতে পারত কোটি টাকার রিটার্ন। এক নজরে দেখে নিন বাটার শেয়ারের আশ্চর্যজনক পারফরম্যান্স।