Bengali Scientist in Xposat Mission: 'প্রস্তাব দিয়েছিলাম ২০০৬-এ…', ব্ল্যাকহোল অভিযানের অন্যতম 'মাথা' এক বাঙালি বিজ্ঞানী
Updated: 02 Jan 2024, 03:26 PM ISTবিশ্বব্রহ্মাণ্ডের যাবতীয় রহস্য নাকি লুকিয়ে কৃষ্ণগহ্বরে। সেই কৃষ্ণগহ্বরের আঁধারে উঁকি দিয়ে রহস্যে আলোকপাত করতে মহাকাশে পাড়ি দিয়েছে ইসরোর বিশেষ কৃত্রিম উপগ্রহ তথা মহাকাশ পর্যবেক্ষণাগার - এক্সপোস্যাট। আর এই এক্সপোস্যাট অভিযানের অন্যতম কান্ডারি এক বাঙালি বিজ্ঞানী - বিশ্বজিৎ পাল।
পরবর্তী ফটো গ্যালারি