'Zero-Food Children' Report: ভারতের ৬০ লাখ শিশু 'অভুক্ত'? 'জিরো ফুড চিল্ডরেন' রিপোর্ট নিয়ে মুখ খুলল কেন্দ্র Updated: 13 Mar 2024, 10:09 AM IST Abhijit Chowdhury সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করে দাবি করা হয়েছিল যে ভারতে 'জিরো ফুড' শিশুর হার ১৯.৩ শতাংশ। অর্থাৎ, ২৪ ঘণ্টায় দুধ বা কোনও খাবার না পাওয়া ৬ তেকে ২৩ মাস বয়সী শিশুর সংখ্যা ভারতে প্রায় ৬০ লাখ। এই রিপোর্ট নিয়ে এবার মুখ খুললে কেন্দ্রীয় সরকার।