গোয়ার ফাতোর্দা স্টেডিয়ামে গিয়ে ০-১ গোলে এফসির গোয়ার বিরুদ্ধে হেরে গেল ইস্টবেঙ্গল। গোটা ম্যাচে ইস্টবেঙ্গল দল একের পর এক অ্যাটাক করে গেল, কিন্তু স্ট্রাইকাররাই যদি গোলকানা হয় তাহলে যা হওয়ার তাই হল। দিয়ামানতাকোস, ক্লেইটনরা কেউ বল আর জলে জড়াতে পারলেন না, ফলে টানা তিন ম্যাচে এবছরে হারল ইস্টবেঙ্গল।