Heatwave Facts: তাপপ্রবাহের দাপট কোন মাস পর্যন্ত থাকে ভারতে?'হিটওয়েভ প্রন' এলাকার তালিকা সহ জরুরি তথ্য একনজরে Updated: 29 Apr 2022, 10:57 AM IST Sritama Mitra Share
কখনও কখনও তাপপ্রবাহ জুলাই মাস পর্যন্ত চলে। তাপপ্রবাহের 'পিক' থাকে মে মাসে। আইএমডির দেওয়া তথ্য বলছে, ভারতে মূলত, মধ্য, পূর্ব, উত্তর ও উত্তরপশ্চিমাংশের সমতলে চলে তাপপ্রবাহ। এই এলাকাগুলির মধ্যে রয়েছে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত, কর্ণাটক, মহারাষ্ট্র। 1/5 তীব্র দাবদাহে নাজেহাল উত্তর, মধ্য, পূর্ব ও পশ্চিম ভারতের একাংশ। মার্চ থেকেই উত্তর ভারতে অভাবনীয় গরম শুরু হয়ে গিয়েছে। এদিকে সময় এগিয়ে চলার সঙ্গে সঙ্গে দিনে দিনে বেড়ে যাচ্ছে গরম। তারই মাঝে আইএমডির তরফে এসেছে তাপপ্রবাহের হলুদ সতর্কতা। জানানো হয়েছে ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় ৪৫ ডিগ্রি সেলসিয়াসের অঙ্ক পার করেছে তাপমাত্রা। এবার লক্ষ্য ৪৭ এর অঙ্ক পার করার। এদিকে, বাংলার পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ভয়াবহ আকারে ৪০ পার করে এগিয়ে চলেছে। গরমের চোটে গত ১২ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে একা দিল্লিই। সেখানে ২ মে পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। রয়েছে কমলা সতর্কতা। এরই মাঝে আইএমডির তরফে জানানো হয়েছে তাপপ্রবাহ নিয়ে একাধিক তথ্য। কিছু জরুরি তথ্যে চোখ রাখা যাক।(PTI Photo)(PTI04_11_2022_000068B) (PTI) (HT_PRINT) 2/5 তাপপ্রবাহ হল বায়ুর এমন এক তাপমাত্রা যা মানুষের শরীরে বিরূপ প্রভাব ফেলে থাকে। আরও গভীরভাবে বলতে গেলে একটি নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট প্রান্তিক তাপমাত্রার নিরিখে স্বাভাবিকের থেকে তাপের উর্ধ্বমুখী হওয়ার প্রবৃত্তিকে ধরা হয়। বহু দেশে এলাকার তাপমাত্রা ও আর্দ্রতার নিরিখে 'হিট ইনডেক্স' ধরে এটির মান তাপমাত্রার ' এক্সট্রিম পারসেনটাইল'এর নিরিখে বের করা হয়।REUTERS/Guglielmo Mangiapane/File Photo (HT_PRINT) 3/5 কীভাবে নির্ধারণ করা হয় তাপপ্রবাহ? আপাতভাবে বলা হচ্ছে, সাধারণত সমতলে যদি একটি এলাকার তাপমাত্রা ৪০ সর্বোচ্চ ৪০ ডিগ্রিতে ছুঁয়ে যায়, আর পাহাড়ি এলাকায় তা ৩০ ডিগ্রিতে পা রাখে, তাহলে সেখানে তাপপ্রবাহ রয়েছে বলে ধরা হয়।(Anil Kumar Maurya/HT) (HT_PRINT) 4/5 কোন মাসে অবসান হয় তাপপ্রবাহের? আইএমডির তথ্য বলছে, ভারতে তাপপ্রবাহের মরশুম শুরু হয় মার্চ মাস থেকে। আর তা চলে জুন পর্যন্ত। এরপর কখনও কখনও তা জুলাই মাস পর্যন্ত চলে। তাপপ্রবাহের 'পিক' থাকে মে মাসে। (ANI Photo) (HT_PRINT) 5/5 'হিটওয়েভ প্রন' এলাকা কী কী? আইএমডির দেওয়া তথ্য বলছে, ভারতে মূলত, মধ্য, পূর্ব, উত্তর ও উত্তরপশ্চিমাংশের সমতলে চলে তাপপ্রবাহ। এই এলাকাগুলির মধ্যে রয়েছে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত, কর্ণাটক, মহারাষ্ট্র। রয়েছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা। কখনও কখনও তাপপ্রবাহ তামিলনাড়ু ও কেরলেও দেখা যায়। বলা হচ্ছে ওই তাপপ্রবাহের ফলে মানুষ ও পশুপ্রাণির জীবন বিপন্ন হয়। দেখা যায় মে মাসে রাজস্থান ও বিদর্ভ এলাকায় ৪৫ ডিগ্রি সেলসিয়াসের অঙ্ক ছাড়িয়ে আরও বাড়তে থাকে এর জেরে।(ANI Photo) (HT_PRINT) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি