প্রসাধনী ব্যব꧃হারকারী অল্পবয়সীরা প্রায় প্রত্যেকেই Nykaa-র নাম শুনেছেন। মাত্র কয়েক বছরের মধ্যেই যে বিশাল ই-কমার্স সংস্থা গড়ে তোলা যায়, তা দেখিয়ে দিয়েছেন ফাল্গুনী নায়ার। সম্পূর্ণ নিজের চেষ্টায় উপার্জনের নিরিখে দেশের সবচেয়ে ধনী মহিলা তিনি। ভারতের অন্যতম পরিচিত সিইও ও উদ্যোক্তা ফাল্গুনী। তাঁর নাইকা গঠনের কাহিনী এখন ম্যানেজমেন্ট 🅰পড়ুয়াদের কেস স্টাডির অংশ।
তবে বাজারে সাম্প্রতিক খারাপ পারফরম্যান্সের দরুণ, তাঁর সেই বিপুল সম্পদের পরিমাণ কিছুটা হ্রাস পেয়েছে। চলতি মাসের শুরুতেই ফাল্গুনী নায়ারের মোট সম্পদের মূল্য ছিল প্রায় ৩২,৯১৫ কোটি টাকা। তবে শেয়ার দরের দ্রুত পতনের কারণে সেটি অনেকটাই হ্রাস পেয়েছে। প্রায় ৮,৩০০ কোটি টাকা নেট ওয়ার্থ হ্রাস পেয়েছে ফাল্গুনীর। কিন্তু এর কারণ কী? আরও পড়ুন: Top 10 richest women:🍸 ভারতের ১০ ধনীতম মহিলা ব্যবসায়ীদের চেনেন?
Nykaa বা FSN ই-কমার্স ভেঞ্চারের শেয়ার গত কয়েকদিন ধরেই নিম্নমুখী রয়েছে। গত দুই সপ্তাহে ২০ শতাংশেরও বেশি কমেছꦑে। শুক্রবার ৫২ সপ্তাহের স🌱র্বনিম্ন ৯৭৫.৫ টাকায় ক্লোজ হয়েছে। আর সেই কারণেই ফাল্গুনীর নেট ওয়ার্থ এতটা হ্রাস পেয়েছে।
গত ১০ নভেম্বর IPO-র সময়ে নাইকার শেয়ার দারুণ দাম পেয়েছিল। এদিকে ৫২ সপ্তাহের🔯 সর্বোচ্চ ২,৫৭৪ টাকার দর থেকে প্রায় ৬২ শতাংশ কমে গিয়েছে নাইকার শেয়ার। উপরন্তু, আইপিও বিনিয়োগকারীরা, যাঁরা ১,১২৫ টাকা ইস্যু মূল্যে স্টকটি পেয়েছিলেন, তাঁরা এখন সেটি বিক্রি করতে গেলে ১৩ শতাংশ লোকসানের সম্মুখীন হবেন। তবে বোনাস শেয়ারের কারণে কিছুটা খুশি বিনিয়োগকারীরা।
বিশ্বব্যাপী প্রয🐻ুক্তির স্টকগুলির ক্র্যাশের পরিপ্রেক্ষিতে Nykaa-র স্টকের এই পতন। এক্ষেত্রে উল্লেখ্য, বিনিয়োগকারীদের বাধ্যতামূলক এক বছরের লক-ইন পিরিয়ড আগামী ১০ নভেম্বর শেষ হচ্ছে। সেই সময়ে অনেক বিনিয়োগকারী শেয়ার বেচে দেবেন না তো? তেমনটা হলে কিন্তু আরও দর কমতে পারে শেয়ারের।
এদিকে, চলতি মাসের শুরুতেই, বিউটি ই-কমার্স প্ল্যাটফর্মটি ৫:১ বোনাস শেয়ার ইস্যুর ঘোষণা করেছে। শেয়ারহোল্ডাররা তাঁদের প্রতি শেয়ারের জন্য পাঁচটি করে বোনাস শেয়ার পাবেন। আর তাতে মুখে হাসি ফুটেছে বিনিয়োগকারীদের। আরও পড়ুন: Nykaa: ৫০ বছরে বয়সে চাকরি 🍎ছেড়ে ব্যবসা, আজ দেশের 𒈔ধনীতম মহিলা ফাল্গুনী
ফাল্গুনী নায়ার একজন প্রাক্তন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার। ২০১২ সালে ই-ক๊মা♐র্স পোর্টাল Nykaa-র সূচনা করেন। গত বছর তার সংস্থা শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পরেই তিনি বিলিয়নেয়ার হয়ে যান।