বসন্তের দুপুরে ছাদে পা দুলিয়ে কষা কুল আর নুন-ঝাল নিয়ে বসে খেতে খেতে এই উপকারগুলি মনে রেখে জমিয়ে কুল খেয়ে যান। বাঙালি কুল খাওয়ার ছাড়পত্র পায় সরস্বতী পুজোর পরই! কুলের আচার, থেকে নুন ঝাল সহকারে কুল কিম্বা কুল কেটে তা লঙ্কা, নুন, সরষের তেল মৌরি পাতায় বেটে নিয়ে চাট খাওয়ার মজাই আলাদা! জানেন কি যে কুল নিয়ে এত কথা হচ্ছে, তার উপকারিতা। ঝট করে দেখে নিন কুলের উপকারিতাগুলি।