চ্যানেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেননি অপারেটররা। তাই সম্প্রচারকরা কলকাতায় বহু জনপ্রিয় চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়। এই নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কেবেল অপারেটররা। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে চিঠি লিখে তাঁরা একটি সমাধানসূত্রের দাবি করেন। এই ব্ল্যাকআউটের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার প্রায় ৪১ লাখ টিভিতে বহু জনপ্রিয় চ্যানেল দেখা যাচ্ছে না।