সীমান্ত বিবাদের জেরে ভারত ও চিনের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে বিগত কয়েক বছরে। বারংবার সেনা পর্যায়ে আলোচনা হলেও এই ইস্যুতে কোনও সমাধানা সূত্র বেরিয়ে আসেনি। এরই মাঝে ফের একবার দিল্লির সমনদে বসতে চলেছেন সেই মোদী। এই আবহে কেমন হবে ভারত-চিন সম্পর্কের ভবিষ্যত?