IMA Notice on Fever, Cold & Cough: সন্তান বা আপনার জ্বর, কাশি হয়েছে? 'অ্যান্টিবায়োটিক খাবেন না', পরামর্শ চিকিৎসকদের
Updated: 04 Mar 2023, 10:32 AM ISTআইএমএ-র প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, 'আচমকা কাশি, বমি, গলা ব্যথা, জ্বর, গায়ে ব্যথা এবং ডাইরিয়ার মতো উপসম দেখা গিয়েছে রোগীদের মধ্যে। এই সংক্রমণ সাধারণ পাঁচ থেকে ছয় দিন থাকছে রোগীর শরীরে। তিনদিন পর জ্বর চলে যাচ্ছে। তবে কাশি থাকছে। এই ধরনের বেশিরভাগ ক্ষেত্রেই H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ বলে জানা গিয়েছে।'
পরবর্তী ফটো গ্যালারি