New Garia to Airport Metro Work: বাইপাসের মাথায় ছুটবে মেট্রো, জট কাটিয়ে মেট্রোপলিটন ক্রসিংয়ে শুরু হল স্তম্ভের কাজ Updated: 13 Apr 2023, 03:37 PM IST Ayan Das নীচ দিয়ে যাচ্ছে গাড়ি। উপর দিয়ে ছুটছে মেট্রো। সেই স্বপ্নপূরণের পথে ছোট্ট একটা পা ফেলল নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো। দীর্ঘদিনের জট কাটিয়ে কাজ শুরু করল মেট্রোপলিটান ক্রসিংয়ের। ওই কাজ শেষ হতে তিন মাস লাগবে।