Rahul in Kedarnath: অপেক্ষারত ভক্তদের এগিয়ে দিলেন চা, কেদারনাথ দর্শনে রাহুলের কিছু মুহূর্ত একনজরে Updated: 06 Nov 2023, 01:23 PM IST Sritama Mitra শনিবার তিনদিনের জন্য উত্তরাখণ্ড সফরে গিয়েছেন রাহুল গান্ধী। সেখানে তিনি রবিবার দর্শন করেন উত্তরাখণ্ডের মন্দির। রাহুল সেখানে চা সেবা করেন। সেই দৃশ্যও ধরা পড়ে ক্যামেরায়।