বাংলা নিউজ >
ছবিঘর >
উইলিয়ামসের দুরন্ত হ্যাটট্রিক, ৩-১ আবাহনীকে হারিয়ে AFC Cup-এর মূল পর্বে ATK MB
1/9
উইলিয়ামসের দুরন্ত হ্যাটট্রিক, ৩-১ আবাহনীকে হারিয়ে AFC Cup-এর মূল পর্বে ATK MB Updated: 19 Apr 2022, 10:06 PM IST
লেখক Tania Roy
উইলিয়ামসের হ্যাটট্রিকে বাংলাদেশের ঢাকা আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে এএফসি কাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়ে গেল সবুজ মেরুন। আর সেই উল্লাসে উদ্ভাসিত যুবভারতীতে উপস্থিত প্রায় ৩২ হাজার মোহনবাগানি।
2/9
মঙ্গলবার এএফসি কাপের প্লে অফের ম্যাচে বাংলাদেশের ঢাকা আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়ে গেল সবুজ মেরুন।
3/9
গ্রুপ ডি-তে এটিকে মোহনবাগান ছাড়াও রয়েছে গোকুলাম এফসি, বসুন্ধরা কিংস এবং মাজিয়া এফসি। ১৮ মে যুবভারতীতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নামবে হুগো বৌমাস, জনি কাউকোরা।
4/9
'রিমুভ এটিকে' দাবিতে ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে জমায়েত হয়েছিল প্রায় সাড়ে তিনশো মোহনবাগান সমর্থক। হায়াতের সামনে থেকে যুবভারতীর ৩ নম্বর গেট পর্যন্ত বিক্ষোভ মিছিলে সামিল হয় সবুজ মেরুন সমর্থকরা। কিন্তু তার একচুল প্রভাবও মাঠে পড়েনি। ঢাকা আবাহনী ম্যাচ দেখতে আগের দিনের থেকেও বেশি সমর্থক যুবভারতীর গ্যালারিতে উপস্থিত ছিল। এদিন পুলিশের কড়া নজরদারিতে টিফো নিয়ে মাঠে ঢুকতে পারেনি সাপোর্টাররা।
5/9
বাংলাদেশের দলকে নিয়ে যথেষ্ট চিন্তায় ছিল সবুজ মেরুন শিবির। কিন্তু ঢাকা আবাহনীর খেলা দেখে আহামরি কিছু মনে হয়নি। আইএসএল খেলা রাফায়েল আগুস্তোকে ম্লান দেখায়। ড্যানিয়েল কলিনড্রেস সে ভাবে বলই পাননি। চোট পেয়ে ম্যাচের ২২ মিনিটের মাথায় অধিনায়ক এবং ফরোয়ার্ড জীবন মাঠ ছাড়ায় আবাহনীর আক্রমণভাগ আরও দুর্বল হয়ে যায়।
6/9
প্রবীরের ক্রস থেকে কাউকোর শট বক্সের ওপর দিয়ে বেরিয়ে যায়। তবে দ্বিতীয় গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সবুজ মেরুনকে। ম্যাচের ২৯ মিনিট ২-০ করেন উইলিয়ামস। হুগোর পাস থেকে প্রবীরের ক্রসে বাঁ পায়ের শটে পারফেক্ট প্লেসিং অজি স্ট্রাইকারের। গোলের পর অদ্ভুত 'ক্যাঙ্গারু' সেলিব্রেশনের মাতেন উইলিয়ামস।
7/9
থমার্ধের আগাগোড়াই দাপট ছিল এটিকে মোহনবাগানের। সেই অর্থে একটাও পজিটিভ সুযোগ পায়নি আবাহনী। বিরতির পরও সবুজ নেরুনের গোল মিসের বন্যা অব্যাহত। দ্বিতীয়ার্ধের শুরুতেই পোস্টের ওপর দিয়ে বল ভাসিয়ে দেন মনবীর। নিশ্চিত গোল মিস। ম্যাচের শেষ কোয়ার্টারে পরিবর্ত হিসেবে নেমেই গোল পেতে পারতেন কিয়ান। কিন্তু সিটার নষ্ট করেন ডার্বির হ্যাটট্রিক বয়।
8/9
এটিকে মোহনবাগানের সুযোগ নষ্টের ফাঁকে ম্যাচের ৬১ মিনিট ২-১ করেন ড্যানিয়েল কলিনড্রেস। দ্বিতীয়ার্ধের ১০-১৫ মিনিট সবুজ মেরুনকে কিছুটা চাপে রেখেছিল আবাহনী। সহজ গোল মিস করেন জুয়েল। আর কোনও সুযোগ দেয়নি এটিকে মোহনবাগান। ম্যাচের ৮৫ মিনিটে বৌমাসের পাস থেকে নিজের এবং দলের তিন নম্বর গোলটি করেন উইলিয়ামস।