ঠিক হাতে গোনা কয়েক দিন আগের কথা, তিনি হয়তো জানতেনও না রিঙ্কু সিংয়ের কাছে ৫টি ওভার বাউন্ডারি হজম করতে হবে। হ্যাঁ! ঠিক ধরেছেন। তিনি গুজরাট টাইটানসের বোলার যশ দয়াল। ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে কেকেআরের জয়ের পর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন রিঙ্কু সিং। সেই পোস্টেই রিঙ্কু কলকাতা নাইট রাইডার্সের একটি ছবি শেয়ার করে লেখেন, 'সমর্থকদের মাঠে উপস্থিত থেকে আমাদের সমর্থন করার জন্য বিশেষ ধন্যবাদ।' প্রায় তিন বছর পর ইডেন গার্ডেন্সে খেলতে নামে কেকেআর। আরসিবির বিরুদ্ধে 🤪হাউসফুল থাকে ইডেন। ম্যাচ দেখতে উপস্থিত হয় কেকেআরের কর্ণধার শাহরুখ খানও। প্রায় তিন বছর পর কেকেআ𒁏র ঘরের মাঠে খেলতে নামায় সমর্থকরা মাঠে যান খেলা দেখতে। তাই ম্যাচ শেষে সমর্থকদের ধন্যবাদ জানান নাইট ব্যাটার।
রিঙ্কুর সেই পোস্টে কমেন্ট করেন যশ। সেখানে তিনি লেখেন, 'তুমি বড় প্লেয়ার ভাই।' জবাব দিয়েছেন রিঙ্কুও। তিনি জবাবে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ ভাই।’ সেই কমেন্ট করার মাত্র কয়েক দিনের মধ্যেই সেই ক্রিকেটারের হাতে ৫টি ওভার বাউন্ডারি হজম করলেন তিনি। রাতারাতি গুজরাট সমর্থকদের কাছে ভিলেন হয়ে গিয়েছেন যশ। তবে যশের এমন পারফরম্যান্সের পর যখন তাঁকে ♒নিয়ে প্রশ্ন তুলছেন, তখন কেকেআর তাঁর পাশে দাঁড়িয়ে দলের তরফ থেকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে।
তবে গুজরাটের এই ক্রিকেটার একেবারেই কল্পনা করতে পꦰারেননি এমন পরিস্থিতির মুখে পড়তে হবে তাঁকে। কার্যত জেতা ম্যাচ হাতছাড়া করতে হয়েছে। কারণ শেষ ওভারে কেকেআরকে জিততে হলে করতে হত ২৯ রান। কিন্তু সেই ওভারেই পরপর পাঁচটি ওভার বাউন্ডারি হজম করতে হয়েছে। স্বাভাবিক ভাবেই এমনটা হবে তা কেউ কল্পনাই করতে পারেনি। হারা ম্যাচ জিতে নেয় কেকেআর। যশ দয়ালও বুঝতে পারেননি পরিস্থিতি এই ভাবে বদলে যাবে। তাও আবার রিঙ্কু সিং করে দেবেন। মাত্র কয়েক ঘণ্টা𓃲 আগে যাকে শুভেচ্ছা জানিয়েছিলেন, তিনিই শেষ পর্যন্ত ম্যাচ হারিয়ে দিয়ে চলে গেলেন।
যশের সেই কমেন্ট যা ভাইরাল হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এমন পারফরম্যান্সের পর অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। সেই কমেন্টের রিপ্লাই দিয়ে সমর্থকরা মন শক্ত রেখে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন। নাইটদের বিরুদ্ধে এই হার কিছুটা হলেও প্রভাব ফ🥀েলবে গুজরাট টাইটানসে। হার্দিক পান্ডিয়ার দলের পরবর্তী ম্যাচ পঞ্জাহ কিংসের বিরুদ্ধে বৃহস্পতিবার।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।