চলতি আইপিএলে পাঁচ বলে ৫টি ছক্কা হাঁকিয়ে রিঙ্কু সিংয়ের ম্যাচ জেতানোর ঘটনা ক্রিকেটের রূপকথায় জায়গা করে নিয়েছে। যদিও টি-২০ ক্রিকেটে এক ওভারে ৬টি ছক্কা মারার নজিরও রয়েছে বেশ কিছু। যুবরা𓂃জ সিংয়ের কীর্তি এক্ষেত্রে ক্রিকেটপ্রেমীদের পক্ষে কখনই ভোলা সম্ভব নয়।
🎃 সুতরাং, ওভারের ৬টি বলে ৩৬ রান ওঠাও এখন অবাক করে না ক্রিকেটপ্রেমীদের। তবে তাই বলে এক ওভারে ৪৬ রান উঠলে, তা চমকে দেওয়ার মতো ঘটনা সন্দেহ নেই। অবিশ্বাস্য হলেও এমনই অভাবনীয় ঘটনারও সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। কুয়েতের কেসিসি ফ্রেন্ডি মোবাইল টি-২০ চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচে ৬টি ছক্কা-সহ এক ওভারে ওঠে ৪৬ রান।
গত মঙ্গলবার কুয়েতের সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে এনসিএম ইনভেস্টমেন্ট বিরু🐎দ্ধে মাঠে নামে ট্যালি সিসি। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে এনসিএম ইনভেস্টমেন্ট। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৮২ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। সৌজন্যে, বাসুদেব দাতলার ধ্বংসাত্মক শতরান এবং আদনান ইদ্রিস ও দিজু জাভিয়েরের মারকাটারি হাফ-সেঞ্চুরি।
বাসুদেব ৪টি চার ও ১১টি ছক্কার সাহায্♕যে ৪১ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। নিশ্চিত শতরান হাতছাড়া করেন দিজু। তিনি ৯টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৯০ রান করে আউট হন। ২৪ বলে ৫৯ রান করেন আদনান। তিনি ৪টি চার ও ৬টি ছক্কা মারেন।
জবাবে ব্যাট করতে নেমে ট্যালি সিসি ১৫.২ ওভারে মাত্র ৬৬ রানে অল-আউট হয়ে যায়। ২১৬ রানের অবিশ্বাস্য ব্যবধানে ম্যাচ জেতে এনসিএম ইনভেস্টমেন🦩্ট।
প্রথম ইনিংসের ১৫তম ওভারে ব্যাট হাতে ঝড় তোলেন বাসুদেব। বোলার হরমন সিং শুরুতেই নো বল করনে। সেই বলে ছক্কা হাঁকান বাসুদেব। হরমন পুনরায় ওভারের প্রথম বল করলে বাই-চার পেয়ে যায় এনসিএম। দ্বিতীয় বলে ছক্কা হাঁকান বাসুদেব। তার পরে আরও একটি নো-বল করেন হরমন এবং সেটিকেও সরাস👍রি বাউন্ডারির ওপারে পাঠিয়ে দেন ব্যাটসম্যান।
ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে পরপর ৩টি ছক্কা মারেন বাসুদেব। শেষ বলে মারেন চার। সুতরাং, ২টি নো-বল মিলিয়ে ওভারে মোট ৮টি বল করেন হরমন। ৬টি ছক্কা ও ১টি চার মারেন বাসুদেব। ১টি বাই-চার হয়। সব মিলিয়ে সেই ওভারে মোট ৪৬ রান ওঠে। হরমন ২ ওভার বল করে ৬৪ রান খরচ💙 করেন। সেই ওভারের ৮টি🐈 বলে রান ওঠে যথাক্রমে নো+৬, বাই-৪, ৬, নো+৬, ৬, ৬, ৬, ৪।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।