ওশেন থমাসের হ্যাটট্রিকে ভর করে চলতি আবু ধাবি টি-১০ লিগে প⛦্রথম জয়ের মুখ দেখল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নর্দার্ন ওয়ারিয়র্স। হাই-স্কোরিং ম্যাচে চেন্নাই ব্রেভসকে তারা হারিয়ে দেয় ১৯ রানের ব্যবধানে।
টুর্নামেন্টের ১৪তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে নর্দার্ন ওয়ারিয়র্স। দুই ওপেনার কেনার লুইস ও মইন আলির ব্যাটে ভর করে বড় রানের ইনিংস গড়ে তারা। নির্ꦓধারিত ১০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫২ রান তোলে ওয়ারিয়র্স।
কাকতলীয়ভাবে লুইস ও মইন উভয়েই ১৯টি করে বল খেলেন ও ব্যক্তিগত ৪৯ রানে আউট হন। দু'জনকেই সাজঘরে ফেরান মার্ক দেয়াল। তফাৎ শুধু এই যে, লুইস ৬টি চার ও 🌳৩টি ছক্কা মারেন। মইন মারেন ৩টি চার ও ৫টি ছক্কা।
এছাড়া ক্যাপ্টেন রোভম্যান পাওয়েল ২৮ ও সমিত প্যাটেল অপরাজিত ১৭ রান করেন। ক📖্যাম্পহার ও মার্ক দেয়াল ২টি করে উইকেট ꦬদখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই ব্রেভস ৯.৫ ওভারে ১৩৩ রানে অল-আউট হয়ে যায়। ভানুকা রাজাপক্ষে ৩৪ ও রবি বোপারা ৩০ রান করেন। ওশেন থমাস হ্যাটট্রিক করেন। তিনি সপ্তম ওভারের শেষ ত✨িন বলে আউট করেন মার্ক দেয়াল, ওয়েবস্টার ও ক্যাম্পহারকে।
এছাড়া ২ট👍ি কর💯ে উইকেট নেন জোস লিটল ও উমর আলি। অভিমন্যু মিঠুন ১২ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। ম্যাচের সেরা হয়েছেন লুইস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।