শুভব্রত মুখার্জি:- ভারতের অন্যতম জনপ্রিয় শুটিং রেঞ্জ কর্নি সিং শুটিং রেঞ্জে শনিবার ঘটে গেল এক অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। সিলিন্ডার ফেটে গিয়ে ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনার ফলে বুড়ো আঙুল হারাতে হয়েছে একজন জাতীয় পর্যায়ের 🍰শুটারকে। ঘটনার ফলে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে কর্নি সিং রেঞ্জে। জাতীয় পর্যায়ের শুটার পুষ্পেন্দর সিং এই দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনার ফলে তাঁর বা হাতের বুড়ো আঙুল উড়ে গিয়েছে। ১০ মিটার এয়ার পিস্তলের সিলিন্ডার আচমকাই ফেটে গিয়ে ঘটেছে এই দুর্ঘটনা।
পুষ্পেন্দর সিং তাঁ🔯র পিস্তলের সিলিন্ডারে গ্যাস ভরছিলেন। সেই সময়ে ঘটে যায় এই দুর্ঘটনা। ভোপালে জাতীয় চ্যাম্পিয়নশিপের আসরেই ঘটেছে এই দুর্ঘটনা। শনিবারেই ঘটেছে এই দুর্ঘটনা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ইন্ডিয়ান এয়ারফোর্সে এই মুহূর্তে করপোরাল হিসেবে কাজ করছেন পুষ্পেন্দর সিং। তিনি মূল সিলিন্ডার থেকে পিস্তলের সিলিন্ডারে কম্প্রেসড গ্যাস ভরার সময়ে এই ঘটনা। সাধারণত পিস্তল এবং রাইফেলের ব্যারেলের নীচে থাকে এই গ্যাস ভরার জায়গা। আগে কার্বন ডাই অক্সাইড ভরা হত পিস্তলে। এখন ভরা হয় কম্প্রেসড গ্যাস।
পুষ্পেন্দর সিংয়ের কোচ সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘আমরা আশাবাদী ৯০-৯৫ শতাংশ সেরে উঠবে পুষ্পেন্দর সিং। ওঁর অপারেশন হয়েছে। এরপর আশা করছি ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। একটা নির্দিষ্ট সময়ের পরে পিস্তলের গ্যাস সিলিন্ডার পরিবর্তন করতে হয়। বন্দুক যারা তৈরি করে তারাই নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই কাজটা করে থাকেন। এটা খুব দুর্ভাগ্যজনক যে পুষ্পেন্দর সিং চলতি জাতীয় চ্যাম্পিয়নশিপে আর অংশ নিতে পারবে না। ১৫-২০ দিন আগেই ও ওঁর মা'কে হারিয়েছে। সৌভাগ্যবশত যে হাত দিয়ে ও শুট করে ওঁর সেই হাত কোনভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি। আমি যা জানি তা হল আন্তর্জাতিক স্তরে ও খেলেনি এখনও।’ প্রসঙ্গত পুষ্পেন্দর সিং উত্তরপ্রদেশের♒ বাঘপাটেই জন্মেছেন। সেখান থেকেই শুরু হয় তাঁর শুটার হয়ে ওঠার জার্নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।