শুভব্রত মুখার্জি: স্পেনের তারকা শাটলার ক্যারোলিন মারিনকে হারিয়ে ইতিহাস গড়লেন দক্ষিণ কোরিয়ার আন সি-ইয়ং। দক্ষিণ কোরিয়ার প্রথম শাটলার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতে নজির গড়েছেন তিনি। ম্যাচের শেষ দিকে পরপর ১১টি পয়েন্ট জিতে শিরোপা জয় নিশ্চিত করেন আন। স্কোর ১০-১০ অবস্থায় থাকাকালীন পরপর ১১টি পয়েন্ট জিতে শিরোপা ছিনিয়ে নেন তিনি। প্রসঙ্গত চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে প্রথম বার হারের সম্মুখীন হতে হল মারিনকেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ। এর আগে ফাইনালে ওঠার পরে আর হারের মুখ দেখতে হয়নি তারকা শাটলারকে। এই প্রথম বার ঘটল উলট পুরাণ।
এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে রয়েছেন আন-সি-ইয়ং। রবিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ফাইনালে স্ট্রেট সেটে জিতলেন আন। জিতলেন একেবারে দাপটের সঙ্গে। তাঁর সামনে দাঁড়াতেই পারলেন না মারিন। খেলার ফল আনের পক্ষে ২১-১২,২১-১০। ২১ বছর বয়সি আনের কাছে এই টুর্নামেন্টটা কেটেছে স্বপ্নের ♒মতন। দুই জন অলিম্পিক্স চ্যাম্পিয়নকে হারিয়ে তিনি শিরোপা জয় নিশ্চিত করেছেন। মারিনের আগেই টোকিয়ো অলিম্পিক গেমসে সোনাজয়ী চিনের চেন ইউ ফেইকে সেমিফাইনালে হারান তিনি। এর পরেই ফাইনালে মারিনকে হারিয়ে সোনা জয় নিশ্চিত করেছেন তিনি।
ম্যাচ জয়ের পরে আন বলেছেন, ‘আমি আজকের ম্যাচ জিততে পেরে অত্যন্ত খুশি। আমি আজকের🃏 ম্যাচ উপভোগ করেই খেলেছি।’ উল্লেখ্য, ২০১৬ সালের রিও অলিম্পিক গেমসে সোনা জিতেছিলেন𝓡 ক্যারোলিন মারিন। সেবার ভারতের তারকা শাটলার পিভি সিন্ধুকে হারিয়ে সোনা জিতেছিলেন তিনি। মারিন এই মুহূর্তে চোট সারিয়ে ফিরেছেন। তাঁর অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট অর্থাৎ এসিএল ইনজুরি হয়েছিল। এদিন ফাইনালে ৪২ মিনিটেই খেলা শেষ হয়ে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।