শুভব্রত মুখার্জি: ইংল্যান্ডের সিনিয়র ক্রিকেট টেস্ট দলের প্রশিক্ষকের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পরে গোটা দলকে বদলে দিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। সাদা জার্সির ক্রিকেটে আক্রমণাত্মক ক্রিকেট খেলাতেই এখন অ🃏ভ্যস্ত হয়ে পড়েছে ইংল্যান্ড। যে ধরনের ক্রিকেটকে সাধারণত 'ব্যাজবল' ক্রিকেট হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আসন্ন অ্যাসেজ সিরিজেও একই পদ্ধতিতে খেলার বার্তা দিয়ে রেখেছেন দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম। তাঁকে সমর্থন জানিয়েছেন অধিনায়ক বেন স্টোকসও। তবে অস্ট্রেলিয়ার অনবদ্য বোলিং আক্রমণের বিপক্ষে ইংল্যান্ডের ‘ব্যাজবল’ꦗ কৌশল ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন স্টিভ ওয়া। পাশাপাশি তিনি প্রশ্নও তুলে দিয়েছেন বাস্তবে যদি সেটা সত্যিই হয় সেক্ষেত্রে বিকল্প পরিকল্পনা কি কিছু রয়েছে ইংল্যান্ডের?
আগামী শুক্রবার এজবাস্টন টেস্ট দিয়ে শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী অ্যাসেজ সিরিজ।'ব্যাজবল' অধ্যায়ের আগে ইংল্যান্ডের সময়টা টেস্টে ভালো কাটছিল না। ১৭ টেস্টের মধ্যে কেবলমাত্র একটি জয় পেয়েছিল তারা। সেখান থেকেই দলকে ঘুরে দাঁড় করান কোচ ম্যাককালাম ও অধিনায়ক স্টোকস। ২০২২ সালে এই জুটি দায়িত্ব নিয়ে ইংল্যান্ড টেস্ট দলের মনোভাব বদলে দেন। ভয়ডরহীন ক্রিকেট খেলা🍒 শুরু করে। গত এক বছরে ম্যাককালাম ও স্টোকসের আমলে ১৩টি টেস্টের মধ্যে ১১টিই জিতেছে।
স্টিভ ওয়ার মতে, এই '🎐ব্যাজবল' কৌশল সবসময়ে সাফল্য পাবে কিনা, তা নিয়ে তাঁর যথেষ🎃্ট সন্দেহ রয়েছে। তিনি বলেন, 'কথিত ব্যাজবল কৌশল নিয়ে এটাই বড় প্রশ্ন (সাফল্য সবক্ষেত্রেই পাওয়া নিয়ে)। যদি তা না হয়, তবে ওদের কাছে বিকল্প পরিকল্পনা কী? কোনও প্ল্যান বি আছে? তা না থাকলে এর পরিণতি কী, তারা সেটা টের পাবে।এই ঘরানার ক্রিকেট চালিয়ে যেতে তারা যথেষ্ট সক্ষম, তা তারা প্রমাণ করে দিয়েছে। তবে চূড়ান্ত পরীক্ষা হবে বিশ্বমানের বোলিং আক্রমণের বিপক্ষে। আর সেটা অস্ট্রেলিয়ার রয়েছে। সামনে রোমাঞ্চের হাতছানি রয়েছে সমর্থকদের সামনে। পরিবেশ চ্যালেঞ্জিং হতে চলেছে।এই পরিবেশে ভালো বোলিং আক্রমণের বিপক্ষে ব্যাজবল কি সফল হতে পারবে? সময় তার উত্তর দেবে। তবে আমার কোনও সন্দেহ নেই এই কৌশল সবসময় কাজ করবে না। আমার মনে হয় (ব্রেন্ডন) ম্যাককালাম ও (বেন) স্টোকসের হাত ধরে তারা এই কৌশলে এগিয়ে যাওয়ার সাহস দেখাবে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।