Asian Games 2023 India Results And Medal Tally: এখনও পর্যন্ত ভারত মোট ২২টি মেডেল জিতেছে। যার মধ্যে রয়েছে ৫টি সোনা, ৭টি রুপো ও ১০টা ব্রোঞ্জ। আজ শুটিং-এর পাশাপাশি SAILING থেকেও পদক জিততে পারে ভারত। এখন মনু ভাকেরের দিকে সকলেরಌ নজর।
Asian Games 2023 Live: পদক তালিকায় পাঁচ নম্বরে উঠল ভারত
Asian Games 2023 India Results And Medal Tally: 🎀বর্তমানে ভারত মোট ২২টি মেডেল জিতেছে। যার মধ্যে রয়েছে ৫টꦚি সোনা, ৭টি রুপো ও ১০টা ব্রোঞ্জ। এর ফলে বর্তমানে পদক তালিকায় পাঁচ নম্বরে উঠল ভারত।
MEDAL ALERT- Men’s Shotgun Skeet- রুপো জিতল ভারত
শুটিংয়ে আরও একটা পদক জিতল ভারত। পুরুষদের শটগান স্কিটে রুপো জিতলেন অনন্ত নাকুরা। এরফলে ভারতের সামগ্রিক পদক সংখ্যা ২১ হল। অনন্ত (৫৮) কুয়েতের আবদুল্লাহ আলরাশিদির পিছনে থেকে দ্বিতীয় স্থান অর্জন করলেন। আবদুল্লাহ এবারে ভারতের অঙ্গদ বাজওয়া ৬০ পয়েন্টের বিশ্ব রেকর্ডের সমান করলেন।আব্দুল্লাহ আলরাশিদি (কুয়েত): ৬০ 𝔍পয়েন্টঅনন্ত সিং নাকুরা (ভারত): ৫৮ পয়েন্টনাসের আল-আত্তিয়া (কাতার): ৪৬ পয়েন্ট
MEDAL ALERT- Women’s 25m pistol individual event- রুপো জিতলেন এশা সিং
মহিলাদের ২৫ মিটার পিস্তল ব্যক্তিগত ইভেন্টে রু🍸পো জিতেছেন এশা সিং। পারলেন না মনু ভাকের। এই ইভেন্টে পঞ্চম হয়েছেন তিনি।
Asian Games 2023 Live: Women Hockey- India vs Singapore- ১৩-০ জিতল ভারত
সিঙ্গাপুরকে ১৩-০ 🌠গোলে হারাল ভারতীয় মহিলা হকি দল। পুরুষদের দল যে ভাবে বড় জয় পেয়েছিল, সে জয়ের ধারাকে༺ ধরে রাখল ভারতের মহিলা হকি দল।
Asian Games Medal Tally 2023- দেখে নিন ভারতের পদক তালিকা
এখনও পর্যন্ত ভারত মোট ২০টি মেডেল জিতেছে। যার মধ্যে রয়েছে ৫টি সোনা, ৫টি রুপো ও ১০টা ব্রোঞ্জ জিতেছে। 🎐বুধবার শুটিং থেকে সোনা, রুপো ও ব্রোঞ্জ জিতেছে। সেলিং থেকেও পদক জিতেছে ভারত।
MEDAL ALERT- Sailing: আবারও ব্রোঞ্জ জিতল ভারত
Sailing: পুরুষদের Dinghy ILCA 7-এ বিষ্ণু সারাভানান ব্রোঞ্জ জিতেছেন। পুরুষদের ডিঙ্গি ILCA 7-এ বিষ্ণু সারাভানন ৩৪ নেট স্কোর নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। কোরিয়ার হা জেমিন ৩৩ স্কোর নিয়ে রুপো জিত𝓰েছেন এবং সি🔯ঙ্গাপুরের লো জুন হান রায়ান ২৬ স্কোর নিয়ে সোনা জিতেছেন। মহিলাদের একক ডিঙ্গি ILCA6-এ, নেত্রা কুমানানা চতুর্থ স্থানে রয়েছেন।
MEDAL ALERT- SHOOTING: Men’s Skeet Team- ব্রোঞ্জ জিতল ভারত
Asian Games 2023 Live: শুটিং-এর পুরুষদের স্কিটে দলগত বিভাগে ব্রোঞ্জ জিতল ভারত। ভারতীয় শটগান ত্রয়ী অনন্ত জিত সিং নারুকা, গুরজোয়াত সিং খাঙ্গুরা এবং অঙ্গদ বীর সিং বাজওয়া পুরুষদের স্কিট দলে মোট ৩৫৫ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে। চিন ৩৬২ নিয়ে সোনা জিতেছে আর কাতার ৩৫৯ নিয়ে রুপো জিতেছে। অনন্ত, যিনি ১২১ স্কোর করেছেন, আজ অনুষ্ঠিত ব্যক্তিগত ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছেন। মহিলাদের দলগত প্রতিযোগিতায়, ভারতীয় ত্রয়ী গণমত সেখন, পারিনাজ ধালিওয়াল এবং দর্শনা রাঠৌর চতুর্থ স্থান 🅘অধিকার করেন এবং তাদের কেউই ব্যক্তিগত ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতে পারেননি।
Asian Games 2023 Live: শুটিং এ জোড়া সাফল্য
সিফ্ট༒ সাম🧔রা স্বর্ণ জিতেছেন এবং আশি চৌকসে ৫০ মিটার রাইফেল থ্রিপি (শুটিং) এ ব্রোঞ্জ পদক জিতেছেন। সিফ্ট ৪৬৯.৬ পয়েন্ট স্কোর করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন।
MEDAL ALERT- ফের সোনা জিতল ভারত
ব্যক্তিগত ইভেন্টে সোনার পদক জিতে♓ছেন শুটার সিফ্ট কৌর সামরা।
Asian Games 2023 Live: Women’s 25m rapid-fire pistol qualification- মনু ভাকেরদের সোনা জয়
মহিলাদের 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তল যোগ্যতা ইভেন্টে সোনা জিতল ভারত। এটা এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের চতুর্থ স্বর্ণপদক জয়। মনু ভাকের, এশা সিং এবং রিদম সাংওয়ানের ত্রয়ী যোগ্যতার শীর্ষে শেষ করে মহিলাদের ২৫ মিটার পিস্ত💝ল দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছে।
MEDAL ALERT- Women’s 25m rapid-fire pistol qualification- সোনা জিতল ভারত
ম⭕হিলাদের 25 মিটার দ্রুত-ফায়ার পিস্তল যোগ্যতায় সোনা জিতল ভারত। এশিয়ান গেমস ২০২৩ চতুর্থ স্বর♛্ণ পদক জিতল ভারত।
Asian Games 2023 Live: শুটিং-এ ভারতের তিন কন্যার চমক
এশিয়ান গেমস ২০২৩: মহিলাদের 50M 3P টিম ইভেন্টে ভারত রুপোর পদক জিতে🌊ছে। সিফ্ট কৌর সামরা, আশি চৌকসে এবং মানিনী কৌশিকের ভারতীয় ত্রয়ী বুধবার চিনের হ্যাংঝোতে এশিয়ান গেমসে মহিলাদের 50 মিটার 3 পজিশনের দলগত ইভেন্টে রুপোর পদক জিতেছে।
MEDAL ALERT- Asian Games 2023 Live: Women’s 50m rifle 3 positions- রুপো জিতল ভারত
Women’s 50m rifle 3 positions- মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে সিলভার জিতল ভারত। ভারতীয় দল মহিলাদের ৫০ মিটার রাইফেল 3 পজিশনে সিলভার পদক জিতে🎀ছে এবং যোগ্যতায় ১৭৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। সিফ্ট কৌর সামরা ꦦএবং আশি চৌকসে যথাক্রমে দ্বিতীয় এবং ষষ্ঠ স্থান অর্জন করে ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন এবং মানিনী কৌশিক ১৮ তম স্থান অর্জন করে ব্যক্তিগত ইভেন্টে হেরে গিয়েছিলেন।
Asian Games 2023 Live: 25m rapid-fire pistol- যোগ্যতা অর্জনের লড়াই
Women’s 25m rapid-fire pistol qual꧟ification- এশা এবং রিদম দুর্দান্ত শ্যুট করার পরে ভারতীয় দল 25 মিটার মহিলাদের পিস্তল টিম ইভেন্ট জিততে চায়। ভারতের ভাকের এবং চিনের সিক্সুয়ান ফেং এখনও তাদের দ্রুত সিরিজের শুটিং করতে পারেনি। তিন সিরিজের দ্রুত শট নিয়ে প্রতিদ্বন্দ্বী চিনের ওপর চার পয়েন্টের লিড নিয়েছে ভারত।
HT বাংলার লাইভ ব্লগে আপনাকে স্বাগত
Asian Games 2023-আজ ভারতীয় শুটিং দলের লক্ষ্য থাকবে সোনার দিকে। এখানে 25 মিটার পিস্তল মহিলাদের ইভেন্টের ভারত বেশ কিছু পদক জিততে পারে। এখনও পর্যন্ত ভারত মোট ১৪টি মেডেল জিতেছে। যার মধ্যে রয়েছে তিনটি সোনা, চারটি রুপো ও সাতটি ব্রোঞ্জ। এই মুহূর্𝄹তে পদক তালিকায় ছয় নম্বরে রয়েছে ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।