চিনে চলতি এশিয়ান গেমসে ভারতের অ্যাথলিটরা দাপট দেখাচ্ছেন। ১২তম দিনের শেষে ভারতের ঝুলিতে মোট পদক এসেছে ৮৬টি। রয়েছে ২১টি সোনা, ৩২টি রুপো এবং ৩৩টি ব্রোঞ্জ। বৃহস্পতিবার এশিয়ান গেমসের দ্বাদশ দিনে ভারতের অ্যাথলিটরা ১৫টি ইভেন্টে পারফর্ম করেছিলেন। তাতে ৯৩ জন ভারতীয় অ্যাথলিট অংশ নিয়েছিলেন। এদিন ভারত পেয়েছে মোট ৫টি পদক। শুক্রবার ভারতের অ্যাথলিটরা ১৫টি ইভেন্টে পারফর্ম করবেন। তাতে ১১৯ জন ভারতীয় অ্যাথলিট 𝐆অংশ নেবে।
Asian Games, Day 13 Live- শুভরাত্রি
শুভরাত্রি। আজকের মতো এখানেই শেষ। আগামীক𝓰ꦑাল ফের ভারতীয় অ্যাথলিটরা নামবে।
Asian Games, Day 13 Live, Men's Hockey- সোনা জিতল ভারত
হকিতে সোনা জয় ভারতীয় পুরুষ দলের। এশিয়াডে জাপানের বিরুদ্ধে ফাইনালে নামে ভারত। আর এই𝕴 ম্যাচে বিপক্ষকে একেবারেই তোয়াক্কা করেনি হরমনপ্রীত সিংরা। বিপক্ষ দলকে কার্যত চাপে রেখে ৫-১ ব্যবধানে হারিয়ে দেয়। সেই সঙ্গে হকিতে সোনা জিতল⛎ ভারত।
Asian Games, Day 13 Live, Bridge- রুপো জয় ভারতের
রাজু তোলানি, অজয় প্রভাকর কাহরে, রাজেশ্বর তেওয়ারি, এবং সুমিত মুখোপাধ্যায় ফাইনালে হংকং চিনের কাছে ২৩৮.১-১৫২ ব্যবধানে হেরেছে। যার ফলে রুপো জিতল ভারতীয় ব্রিজ দল। তবে ২০১৮ এশিয়ান গেমসের থেকে এবার অনেকটাই ভ💝ালো ফল করেছে তারা।
Asian Games, Day 13 Live, Wrestling- ব্রোঞ্জ আমানের
৫৭ কেজির ফ্রি স্টাইল কুস্তিতে ব্রোঞ্জ🎉 জিতলেন আমান। তিন🦩ি হারালেন চিনের মিংহু লিউকে। স্বাভাবিক ভাবেই কুস্তিতে আরও একটি পদক ভারতের।
Asian Games, Day 13 Live, Wrestling- ব্রোঞ্জ কিরনের
ওয়েস্টলিংয়ে ফের পদক 🥃জয় ভারতের। ওব🍨ার ব্রোঞ্জ পদক জিতলেন কিরন বিষ্ণোই।
Asian Games, Day 13 Live, Wrestling- ব্রোঞ্জ সোনমের
Wrestling- মহিলাদে꧋র ফ্রিস্টাইল ৬২ কেজিতে শেষ পর্যন্ত ব্রোঞ্জ পেলেন সোনᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚম! তিনি ব্রোঞ্জ জয়ের ম্যাচে ৭-৫ হারালেন চিনা প্রতিপক্ষ লং জিয়াকে।
Asian Games, Day 13 Live, Kabaddi- ফাইনালে ভারতের ছেলেরা
Kabaddi- পাকিস্তানকে গুঁড়িয়ে কবাডি♍র ফাইনালে ভারত। টিম ইন্ডিয়ার ছেলেরা কবাডির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৪৭ পয়েন্টের আধিপত্য ধরে রেখে জয় ছিনিয়ে নিয়েছে। ৬১-১৪ ফলে জয় পেয়েছে ভারত। ২০১৮-র জাকার্তা গেমসের ব্রোঞ্জ পদক জয়ীরা শনিবার ফাইনালে ইরান বনাম চাইনিজ তাইপে ম্যাচের বিজয়ীদের মুখোমুখি হবে। তাদের ঘিরে সোনার স্বপ্ন দেখছে ভারত।
Asian Games, Day 13 Live, Archery- তিরন্দাজির রিকার্ভে রুপো পেলেন ভারতের ছেলেরা
Archery- তিরন্দাজির রিকার্ভে সোনা হাতছাড়া করে, রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতের ছেলেদের। অতনু দাস, ধীরজ বোমাদেভারা এবং তুষার প্রভাকরা ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে ১-৫ হেরে গিয়েছে। সোনা জয়ের স্বপ্ন পূরণ ജহল নাꦬ অতনুদের।
Asian Games, Day 13 Live, Sepaktakraw- ব্রোঞ্জ পেলেন ভারতের মেয়েরা
Sepaktꦉakraw- শুক্রবার হ্যাংঝুতে চলতি এশিয়ান গেমসে রেগুর সেমিফাইনালে থাইল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছে। তবে এই প্রথম বার ভারতের ♏মহিলা দল সেপাকটাক্রতে ব্রোঞ্জ জিতল।
Asian Games, Day 13 Live, Badminton- সেমিতে হার, ব্রোঞ্জ প্রণয়ের
Badminton: Men’s Singles Semifinal- বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পাওয়া প্রণয় চোট নিয়েই এশিয়াডে খেলতে নেমেছিলেন। ♕তার পরেও ব্যক্তিগত ইভ✱েন্টে কোয়ার্টারে দুর্দান্ত লড়াই করে মেডেল নিশ্চিত করেছিলেন। তবে সেমিফাইনালে লি শি ফেঙের কাছে হেরে গেলেন প্রণয়। পিঠের ব্যথা নিয়ে প্রথম গেমে চিনা শাটলারের বিরুদ্ধে কিছুটা লড়াই করলেও, দ্বিতীয় গেমে দাঁড়াতেই পারেননি প্রণয়। ১৬-২১, ৯-২১-এ তিনি ম্য়াচ হেরে যান। ব্রোঞ্জ নিয়েই তাঁকে সন্তুষ্ট থাকতে হল। তবে প্রণয়ের হাত ধরেই ৪১ বছর পর এশিয়ান গেমসে ছেলেদের ব্যাডমিন্টন থেকে পদক পেল ভারত।
Asian Games, Day 13 Live, Wrestling- সেমিতে হারলেন বজরং এবং কিরণ
ꦇWrestling- বজরং পুনিয়াও সেমিফাইনালে হেরে বসে থাকলেন। এদিন ভারতীয় কুস্তিগীররা হতাশই করে চলেছেন। চতুর্থ ভারতীয় কুস্তিগীর হিসাবে তিনি এদিন সেমিতে হারলেন। পুরুষদের ফ্রিস্টাইল ৬৫ কেজি বাউটে ইরানের রহমান আমুজাদখালিলির কাছে ০-৮ হারলেন। এখন তিনি ব্রোঞ্জ পদকের ম্যাচে খেলবেন। বজরং-এর আগেই ভারতের কিরণ মহিলাদের ফ্রিস্টাইল ৭৬ কেজি সেমিফাইনালে কাজাখস্তানের জামিলা বাকবারজেনোভাকে ২-৪ হেরে যান। তিনি এবার ব্রোঞ্জ পদকের ম্যাচে না♛মবেন।
Asian Games, Day 13 Live, Wrestling- সেমিতে হারলেন আমন এবং সোনম
Wrestling- ভারতের আমান সেহরাওয়াত পুরুষদের ফ্রিস্টাইলে ৫৭ কেজি 🔜বিভাগের সেমিফাইনালে জাপানের তোশিহিরো হাসগাওয়ার কাছে ১০-১২ হেরে গিয়েছেন। তিনি এখন ব্রোঞ্জ পদকের ম্যাচে রিপিচার্জ রাউন্ডের বিজয়ীর মুখোমুখি হবেন। ভারতের সোনম আবার মহিলাদের ফ্রিস্টাইল ৬২ কেজি বাউটে উত্তর কোরিয়ার হিয়ংইয়ং মুনের কাছে ০-৭ হেরে গিয়েছেন। তিনি রেপেচেজ বিজয়ীর বিরুদ্ধে ব্রোঞ্জ পদকের ম্যাচে নামবেন।
Asian Games, Day 13 Live, Wrestling- সেমিফাইনালে উঠলেন কিরণ
W🌸restling- সেমিফাইনালে উঠলেন ভারতের কিরণ। সেমিতে তিনি জাপানের নোডোকা ইয়ামামোতোকে ৩-০ হারিয়ে মহিলাদের ফ্রিস্টাইল ৭৬ কেজি কেজির সেমিতে যোগ্যতা অর্জন করেছেন।
Asian Games, Day 13 Live, Wrestling- সেমিফাইনালে উঠলেন বজরং
Wrestling- ভারতের বজরং পুনিয়া 🐽কুস্তিতে পুরুষদের ফ্রিস্টাইলে ৬৫ কেজির সেমিফাইনালে উঠলেন বজরং পুনিয়া। বাহরি🌸নের আলিবেগ আলিবেগভকে ৪-০ হারিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করে। সেমিফাইনালে ইরানের রহমান আমুজাদখালিলির মুখোমুখি হবেন বজরং।
Asian Games, Day 13 Live, Archery- তিরন্দাজির রিকার্ভে ব্রোঞ্জ ভারতের মেয়েদের
Archery- ১৩ বছর পর তিরন্দাজিক রিকার্ভে পদক পেল ভারত। অঙ্কিতা ভকত, ভজন কꦡৌর এবং সিমরনজিৎ কৌরের হাত ধরে কাটল খরা। তবে ব্রোঞ্জেই থামতে হয়েছে ভারতের মেয়েদের। অঙ্কিতা, ভজন এবং সিমরনজিৎ ব্রোঞ্জ পদকের প্লে অফ ম্যাচে ভিয়েতনামকে হারিয়েছে। চার সেটের লড়াইয়ের পর ৬-২ (৫৬-৫২, ৫৫-৫৬, ৫৭-৫০, ৫১-৪৮) ভিয়ꩲেতনামকে হারিয়ে পদক জিতে নেন অঙ্কিতারা।
Asian Games, Day 13 Live, Cricket- ফাইনালে ভারতের পুরুষ টিম
Cricket- টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১০০ রানও করতে পারল না। ৯৬-তেই থামল তাদের ইনিংস। নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ ৯৬ রান করে। পাওয়ার প্লে-তেই ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ চাপে পড়ে গিয়েছিল। ভারতীয় বোলারদের সামনে একেবারেই স্বচ্ছন্দ লাগেনি বাংলাদেশের ব্যাটারদের। সর্বোচ্চ ২৪ রান (২৯ বল) করেছেন জাকের আলি। এছাড়া ৩২ বলে ২৩ রান করেছেন পারভেজ হোসেন। রাকিবুল হোসেন ৬ বলে ১৪ করেছেন।♎ বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাননি। ভারতের হয়ে সাই কিশোর ৩ উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। ১টি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং, তিলক বর্মা, রবি বিষ্ণোই এবং শাহবাজ আহমেদ।রান তাড়া করতে নেমে ভারত ৯ উইকেটেই সহজ জয় তুলে নেয়। প্রথম ওভারে যশস্বীর উইকেট হারালেও, রুতুরাজ গায়কোয়াড় এবং তিলক বর্মা মিলে বাংলাদেশের বোলারদের ছাতু করে ৬৪ বল বাকি থাকতেই ভারতকে ম্যাচ জিতিয়ে দেন। ২৬ বলে ৪০ করে অপরাজিত থাকেন রুতুরাজ। ২৬ বলে অপরাজিত ৫৫ রান তিলক বর্মার। রবিবার ভারত সোনা জয়ের লক্ষ্য নিয়ে ফাইনালে খেলতে নামবে। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন রিপন মণ্ডল।
Asian Games, Day 13 Live, Cricket- পাওয়ার প্লে-তে হল ৬৮/১
পাওয়ার প্লের পরেই জয়ের গন্ধ পেতে শুরু করেছে ভারত। তিলক-রুতু ঝড়ে ১ উইকেট হারিয়ে ৬৮ করে ফেলেছে টিম ইন্ডিয়া। ১৮ বলে ৩১ রান রুতুরাজের। 💧১৪ বলে ৩৫ রান তিলকের।
Asian Games, Day 13 Live, Archery- তিরন্দাজির রিকার্ভ মহিলাদের সেমিতে হারল ভারত
Archery- তিরন্দাজির রিকার্ভ মহিলাদের সꦬেমিতে দক্ষিণ কোরিয়ার কাছে হারল ভারত। সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ৬-২ জয় ছিনিয়ে নিয়েছেꩵ দক্ষিণ কোরিয়া। এখন ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামতে হবে ভারতকে। ভিয়েতনাম এবং চিনের মধ্যে যে দল হারবে, ব্রোঞ্জ পদকের লড়াইয়ে তাদের মুখোমুখি হবে ভারত।
Asian Games, Day 13 Live, Cricket- বাংলাদেশকে ৯৬-তে আটকে দিল ভারত
Cricket- টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১০০ রানও করতে পারল না। ৯৬-তেই থামল তাদের ইনিংস। নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ ৯৬ রান করে। জিততে হলে ভারতকে করඣতে হবে ৯৭ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৪ রান (২৯ বল) করেছেন জাকের আলি। এছাড়া ৩২ বলে ২৩ রান করেছেন পারভেজ হোসেন। রাকিবুল হোসেন ৬ বলে ১৪ করেছেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাননি। ভারতের হয়ে সাই কিশোর ৩ উইকেট নিয়েﷺছেন। ২ উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। ১টি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং, তিলক বর্মা, রবি বিষ্ণোই, শাহবাজ আহমেদ।
Asian Games, Day 13 Live, Kabaddi- ফাইনালে ভারতের মেয়েরা
Kabaddi- ভারতীয় মহিলা দলের দুরন্ত জয়। কবাডির সেমিতে নেপালের বিরুদ্ধে ൲ম্যাচে খুব বেশি সমস্যায় পড়তে হয়নি ভারতকে। ৬১-১৭-তে নেপালকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। ফাইনালে ওঠায় পদক নিশ্চিত ভারতের। তবে ভারতের মেয়েরা সোনা জিততেই মুখিয়ে থাকবে।
Asian Games, Day 13 Live, Archery- তিরন্দাজির রিকার্ভ মহিলাদের সেমিতে ভারত
Archery- তিরন্দাজির রিকার্ভ মহিলাদের সেমিফাইনালে উঠল ভারত। ভারতের অঙ্কিতা ভকত, ভজন কৌর এবং সিমরনজিৎ কৌর ৬-২ হারালেন জাপানকে। তিরন্দাজির রিকার্ভ মহিলাদের সেমিফাইনালে দক্🃏ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ভারত।
দ্বাদশ দিনে এসেছে ৫টি পদক
১২তম দিনের শেষে ভারতের ঝুলিতে রয়েছে মোট ৮৬টি। ২১টি সোনা, ৩২টি রুপো এবং ৩৩টি ব্রোঞ্জ পেয়েছে ভারত। বৃহস্♚পতিবার গেমসের দ🔯্বাদশ দিনে ভারত পেয়েছে মোট ৫টি পদক। তার মধ্যে তিনটি সোনা।
আজ ১৫টি ইভেন্টে অংশ নেবে ভারতের ক্রীড়াবিদরা
এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটরা একের পর এক পদক দিচ্ছেন দেশকে। ১৯তম এশিয়ান গেমসের আজ ১৩ নম্বর দিন শুক্রবার ভারতের অ্যাথলিটরা ১ꦛ৫টি ইভেন্টে পারফর্ম করবেন। তাতে🃏 ১১৯ জন ভারতীয় ক্রীড়াবিদকে দেখা যাবে। হ্যাংঝু গেমসে আজ আর্চারি, ব্যাডমিন্টন, তাস, দাবা, ক্রিকেট, হকি, ইকুয়েস্ট্রিয়ান, জি-জিটসু, কায়াকিং ও ক্যানোয়িং, কাবাডি, রোলার স্কেটিং, সেপাক তাকরাও, সফট টেনিস, স্পোর্টস ক্লাইম্বিং, ভলিবল ও কুস্তিতে অংশ নেবেন ভারতের অ্যাথলিটরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।