শুভব্রত মুখার্জি: দেশের জন্য সম𝔍্মান আনতে কে না ভালোবাসেন। আর তা যদি হয় এশিয়ান গেমসের মতন টুর্নামেন্টের মঞ্চে, তা হলে বিষয়টির আলাদা গুরুত্ব রয়েছে। আর দেশের হয়ে নামতে একজন ক্রীড়াবিদ যে কতটা ঝুঁকি নিতে পারেন, তা বোঝা যায় চলতি এশিয়ান গেমসের দিকে তাকালে। ভারতীয় রেসলার পূজা গেহলত যে ভাবে তাঁর ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে লড়াই করলেন, তা মনে রাখবে ভারতীয় সমর্থকরা। তাঁর ডান এবং বাম দু'টি চোখেই কম-বেশি চোট ছিল। বিশেষ করে বাঁ-দিকের চোখটা বেশ ভালো ফুলে গিয়েছিল। সঙ্গে রক্ত জমে থাকতেও দেখা গিয়েছে তাঁর চোখে। ম্যাচে না জিততে পারলেও, পূজার এই রকম চোখ নিয়ে লড়াই মন ছুঁয়েছে সকলের।
আরও পড়ুন: ১৩ বছর বাদে তিরন্দাজির রিকার্ভে পদক এল ভারতে, ব্রোঞ্জ পেলেন ম𝐆েয়েরা
পূজার সাহস দেখে অভিভূত প্রাক্তন ভারতীয় হকি তারকা বীরেন রাসকুইনা। তিনি পূজার চোখের একটি ছবি পোস্ট করেন। লেখেন কুস্তিগীররা কি ধাতু দিয়ে তৈরি তা তার মাথায় ঢুকছে না। পাশাপাশি পূজা꧋র ভূয়সী প্রশংসা ও করেছেন তিনি।
বৃহস্পতিবারের দিনটা এশিয়ান গেমসে খুব একটা ভালো যায়নি ভারতের। কুস্তিতে একমাত্র পদকটি এসেছে অন্তিম পাঙ্গালের হাত ধরে। অন্যদিকে রক্ত জমাট বাꦡঁধা চোখ নিয়ে লড়াই করেও অল্পের জন্য ব্রোঞ্জ পায়নি পূজা গেহলত। ব্রোঞ্জ পদকের ম্যাচে পূজা মুখোমুখি হয়েছিলেন উজবেকিস্তানের কুস্তিগীর আকতেনঙ্গে কেউনামজায়িভাথের। তাঁর বিরুদ্ধে পূজা গেহলত খুব বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।