শুটিংয়ে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন পলক। এশা রুপো জিতেছেন। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে পলক ২৪২.১ পয়েন্ট নিয়ে স্বর্ণপদক জিতে সফল হন। যেখানে এশা সিং ২৩৯.৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে সিলভা🧔র জেতেন। এরমাঝেই এশা চলতি এশিয়ান গেমসে চারটি পদক জিতে ফেলেছেন। একটি সোনা ও তিনটি রুপো জিতেছেন তিনি। দারুণ একটা মরশুম গেল এশার কাছে।
এদিকে ভারতের ১৭ বছর বয়সি শুটার পলক গুলিয়া মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেౠন্টে সোনা জিতে সকলকে চমকে দিয়েছেন। ১৮ বছর বয়সি এশা সিং রুপো জিতলেন পাকিস্তানের কিশমালা তালাতকে পিছনে ফেলে। কিশমালা এই ইভেন্টে ব্♛রোঞ্জ জিতেছেন।
শুটিং-এ ভারত এদিন দ্বিতীয় সোনা জিতল। এশജিয়ান গেমস ২০২৩-এর সফল পঞ্চম দিনের পর, ভারত ২৯ সেপ্টেম্বর শুটিং, অ্যাথলেটিক্স, স্কোয়াশ এবং ܫটেনিসের একাধিক পদক ইভেন্টের জন্য নামবে। তবে এদিনের শুরুতেই পদক তালিকায় আরও দুটো পদক যোগ করেছিলেন ভারতের শুটাররা।
শুক্রবার শুটিং থেকে ๊মেয়েরা প্রথম পদক জেতে। তারা রুপো জেতে। তবে এটা ছিল সবে শুরু। কারণ এদিন মেয়েদের রুপো জেতার কয়েক মুহূর্তের মধ্যে শুটিং থেকে সোনা জিতল ভারতের পুরুষ দল। তারপরেই আবার জোড়া পদক জিতল ভারতের মহিলা শুটাররা। ভারত এখনও পর্যন্ত ৮টি সোনা, ১১টি রুপো এবং ১১টি ব্রোঞ্জ সহ ৩০টি পদক জিতেছে।
দেখে নিন আজকের পদক জয়ীদের তালিকা-
রুপো- 10 মিটার এয়ার পিস্তল মহিলা দল ইভেন্ট
সোনা - 50 মিটার রাইফেল 3P পুরুষদের দল ইভেন্ট
রুপো- টেনিস পুরুষ দ্বৈত ফাইনাল
সোনা- পলক (10 মিটার এয়ার পিস্তল মহিলা ফাইনাল)
রুপো- এশা সিং (10 মিটার এয়ার পিস্তল🍌 মহিলা ফাইনাল)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।