নাবালিকা প্লেয়ারকে যৌন হয়রানির অভিযোগের জেরে পুরুষ কবাডি দলের কোচ আশান কুমারকে সরিয়ে সেপ্টেম্বরের শেষ🥀েই সরিয়ে দেয় সাই। এই ঘটনাটি ঘটে এশিয়ান গেমসের জন্য হ্য়াংঝুতে কবাডি দল উড়ে যাওয়ার আগেই। আর তাঁকে এই ভাবে সরিয়ে দেওয়ার প্রতিবাদে আশান কুমার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। তবে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের নির্দেশের বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিয়েছে।
হাইকোর্টের তরফে বলা হয়েছে যে, কোচ আশান কুমারের বিরুদ্ধে উত্থাপ🧜িত অভিযোগগুলি গুরুতর এবং অভ্যন্তরীণ অভিযোগ কমিটির (আইসিসি) তদন্তের সময় তাঁকে প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়াকে একেবারেই অবৈধ বা অযৌক্তিক বলা যায় না।
বিচারপতি সুব্রমনিয়াম প্রসাদ বলেছেন, ‘আইপিসির ধারা ৩🦂৫৪-এ (যৌন হয়রানি), ৩৫৪-ডি (স্টকিং) এবং ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো) এবং পক্স (POCSO) আইন, ২০১২-র ধারা ১২-র (যৌন হয়রানির শাস্তি) অধীনে অপরাধ করার বিষয়ে আবেদনকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তাই এই আদালত কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্তের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে আগ্রহী নয়। তদনুসারে, রিট পিটিশনটি খারিজ করা হচ্ছে।’
২২ সেপ্টেম্বর কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রকের তাঁকে সরানোর নির্দেশ এবং ভারতীয় ক্রীড়া কর্তৃপক্ষের ২৩ সেপ্টেম্বরের আদেশকে চ্যালেঞ্জ করে আশান কুমার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে সেই আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। অর্জুন পুরষ্কার বিজ☂য়ী আশান কুমারের দাবি ছিল যে, এশিয়ান গেমসের ঠিক আগ🍸ে তাঁকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হলে, তা দলের পারফরম্যান্সের উপর মারাত্মক প্রভাব ফেলবে।
৪ 🍸সেপ্টেম্বর হরিয়ানার ভিওয়ানি থানায় একটি নাবালিকা মেয়ের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। সেই নাবালিকা আশান কুমারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করে। সেই মেয়েটির অভিযোগ ছিল🌄, আশান কুমার তাঁকে বারবার দেখা করতে বলতেন এবং হুমকিও দিয়েছিলেন যে, মেয়েটি যদি সত্যি তা না করে, তবে তাকে মেয়েদের দলে ঢুকতে দেবেন না।
যাইহোক আশান কুমারকে ছাড়াই ভারতীয় কবাডি দল ভালো পারফরম্যান্স করছে। ভারতের ছেলেরা সেমিফাইনালে পাকিস্তানকে হার🌱িয়ে ফাইনালেও উঠে গিয়েছেন। শুক্রবার পাকিস্তানকে ৬১-১৪ ব্যবধানে হারিয়ে দেয় ভারতের কবাডি দল। মেয়েদের পর ছেলেরাও কবাডির ফাইনালে উঠেছে। সেমিফাইনালের শুরুতে পাকিস্তান এগিয়ে গিয়েছিল। কিন্তু সেটা ছিল একেবারেই সাময়িক। গোটা ম্যাচে প্রাধান্য দেখান ভারতের খেলোয়াড়েরা। প্রথমার্ধে ভারত ৩০-৫ ব্যবধানে এগিয়ে ছিল। পরের অর্ধে সেই ব্যবধানে বেড়ে হয় ৬১-১৪।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।