চিনে আয়োজিত এশিয়ান গেমসে ভারতের সাফল্য অব্যাহত। এদিন ভারতীয় মেয়েরা সেপাকটাক্রতে প্রথমবার পদক পেয়ে গড়ল ইতিহাস। থাইল্যান্ডের শক্তিশালী দলের বিরুদ্ধে একটি সাহসী লড়াই দিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করলো ভারতীয় মহিলা রেগু দল। আয়েকপম মাইপাক দেবী, ওইনাম চাওবা দেবী, খুশবু এল্যাংবাম প্রিয়া দেবী ও এল্যাংবাম লেইরেন🧔্টোম্বি দেবী ১০-২১ ও ১৩-২১ পয়েন্টে পরাজিত হন।
ভারতীয় মহিলা রেগু দলের সফর শুরু হয়েছিল ভিয়েতনামের বিরুদ্ধে একটি হাড্ডাহাড্ডি ম্যাচ🎉 দিয়ে, সেখানে পরাজিত হয়েছিল ভারত। তবে, তারা চীনের বিরুদ্ধে জয় নিশ্চিত করে প্রতিযোগিতায় বাউন্স ব্যাক করে। চিন শুক্রবার ভিয়েতনামের বিরুদ্ধে হেরে যাওয়ায় সেমিফাইনালে ভারতীয় মহিলা রেগু দল নিজেদের স্থান নিশ্চিত করে এবং পাশাপাশি একটি ব্রোঞ্জ পদকও নিশ্চিত করে।
তবে ভারতীয় পুরুষদের সেপাকটা🌃ক্রতে দল এই বছর সেমিফাইনালে🃏 নিজেদের স্থান অর্জন করতে ব্যর্থ হয়েছে। ২০১৮ সালে, পুরুষদের রেগু দল সেমিফাইনালে পৌঁছয়। কিন্তু অল্পের জন্য হারতে হয় তাদের। তবে শেষ পর্যন্ত ভারতের জন্য একটি ব্রোঞ্জ পদক অর্জন করেছিল তাঁরা।
উল্লেখ্য, এদিন ভারতীয় পুরুষদের ক্রিকেট দল নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে এই এশিয়ান গেমসে। এদিন তারা ৯ উইকেটে হারায় বাংলাদেশকে। প্রথমে ব্যাট করে কুড়ি ওভারের ৯ উইকেট হারিয়ে ৯৬ রান করে বাংলাদেশ। জবাবে র🐟ান তারা করতে নেমে একটি মাত্র উইকেট হারিয়ে দশ ওভার শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় রান তুলে নেয় মেন ইন ব্লু অর্ধশতরান করেন বাঁ হাতি মিল অর্ডার ব্যাটার তিলক বর্মা।
উল্লেখ্য, এবারের এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে পদকের সংখ্যা হলো ১০০। পদক তালিকায় ভারতের স্থান চার নম্বরে। প্রথম তিনে রয়েছে সেই চিন, জাপান এবং রিপাবলিক অফ কোরিয়া। এখনও পর্যন্ত এই প্রতিযোগিতা ভালোই যাচ্ছে ভারতীয় অ্যাথলিটদারে জন্য। গতবারের এশিয়ান গেমসে পাওয়া পদকের সংখ্যাকে একটা বড়ো মার্জিনে ছাড়িয়ে গেছে ভারত। এখনও অবধি প্রায় প্রতিটি বিভাগেই কমবেশি সাফল্য পে🧔য়েছে ভারত। প্রতিযোগিতায় নিজেদের দুর্দান্ত খেলা অব্যাহত রেখেছে ভারতীয় খেলোয়াড়রা। এখন এটাই দেখার বিষয় ভারতীয় অ্যাথলিটরা দেশের দন্য আরও পদক নিয়ে আসতে পারেন কিনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।