বাংলা নিউজ > ময়দান > এশিয়ান গেমস ২০২৩ > IND vs BAN, Asian Games: সাই কিশোরদের দাপটের পর তিলক-রুতু ঝড়, বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে উঠে সোনার স্বপ্ন দেখাচ্ছে ভারত
ভারতের সামনে ৯৭ রানের লক্ষ্য রাখল বাংলাদেশ।

IND vs BAN, Asian Games: সাই কিশোরদের দাপটের পর তিলক-রুতু ঝড়, বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে উঠে সোনার স্বপ্ন দেখাচ্ছে ভারত

India vs Bangladesh: ভারতের মহিলা ক্রিকেট দল এশিয়ান গেমসে রীতিমতো দাপুটে পারফরম্যান্স করে সোনা এনে দিয়েছে দেশকে। যে কারণে রুতুরাজদের চ্যালেঞ্জও সোনা জয়েরই থাকবে। আর শুক্রবার বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে উঠে সেই লক্ষ্য পূরণের শেষ ধাপে পৌঁছে গেল ভারতের ছেলেরা। সোনা জিততে হলে আর এক ধাপ পেরোতে হবে রুতুদের।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১০০ রানও করতে পারল না। ৯৬-তেই থামল তাদের ইনিংস। নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ ৯৬ রান করে। পাওয়ার প্লে-তেই ৪ উইকেট🦋 হারিয়ে বাংলাদেশ চাপে পড়ে গিয়েছিল। ভারতীয় বোলারদের সামনে একেবারেই স্বচ্ছন্দ লাগেনি বাংলাদেশের ব্যাটারদের। সর্বোচ্চ ২৪ রান (২৯ বল) করেছেন জাকের আলি। এছাড়া ৩২ বলে ২৩ রান করেছেন পারভেজ হোসেন। রাকিবুল হোসেন ৬ বলে ১৪ করেছেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাননি। ভারতের হয়ে সাই কিশোর ৩ উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। ১টি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং, তিলক বর্মা, রবি বিষ্ণোই এবং শাহবাজ আহমেদ।

রান তাড়া করতে নেমে ভারত ৯ উইকেটেই সহজ জয় তুলে নেয়। প্রথম ওভারে যশস্বীর উইকেট হারালেও, রুতুরাজ গায়কোয়াড় এবং তিলক বর্মা মি🌳লে বাংলাদেশের বোলারদের ছাতু করে ৬৪ বল বাকি থাকতেই ভারতকে ম্যাচ জিতিয়ে দেন। ২৬ বলে ৪০ করে অপরাজিত থাকেন রুতুরাজ। ২৬ বলে অপরাজিত ৫৫ রান তিলক বর্মার। রবিবার ভারত সোনা জয়ের লক্ষ্য নিয়ে ফাইনালে খেলতে নামবে। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন রিপন মণ্ডল।

06 Oct 2023, 09:20:22 AM IST

জিতে ফাইনালে ভারত

৯.২ ওভারেই জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। ৬৪ বল বাকি থাকতে ৯ উইকেটে বড় জয় পেলেন রুতুরাজরা। ৯.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৭ করে ফাইনালে পৌঁছে গেল ভারত। ২৬ বলে ৪০ করে অপরাজিত থাকলেন রুতুরাজ। ২৬ বলে অপরাজিত ৫৫ রান তিলক বর্মার। রবিবার 𝓰ভারত সোনা জয়ের লক্ষ্য নিয়ে 😼ফাইনালে খেলতে নামবে। 

06 Oct 2023, 09:16:22 AM IST

হাফসেঞ্চুরি তিলকের

ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূরণ করলেন তিলক বর্মা। ২৫ বলে ৫০ পূরণ করলেন তিলক। প্রথম ওভারে যশস্বী আউট হতে ব্যাট করতে নেমেছিলেন তিলক। তার পর থেকেই ঝড় তোলেন তিনি। যোগ্য সঙ্গত করেন রুতুরাজ গায়কোয়াড়। ৯ ওভার শেষে ১ উইকেটে ৯২⛦ রান ভারতের। ২৬ বলে ৫৫ রান 🐷তিলকের। ২৪ বলে ৩৫ রান রুতুরাজের।  

06 Oct 2023, 09:02:26 AM IST

পাওয়ার প্লে-তে হল ৬৮/১

পাওয়ার প্লে-তেইꦑ জয়ের গন্ধ পেতে শুরু করেছে ভারত। তিলক-রুতু ঝড়ে ১ উইকেট হারিয়ে ৬৮ করে ফেলেছে টিম ইন্ডিয়া। ১৮ বলে ৩১ রান রুতুরাজের। ১৪ বলে ৩৫ রান তিলকের।

06 Oct 2023, 08:59:50 AM IST

পঞ্চম ওভারে এল ১৭ রান

তিলক এবং রুতুরাজ পুরো বি﷽ধ্বংসী মেজাজে রয়েছেন। এই ওভার থেকে এল মোট ১৭ রান। ৫ ওভဣার শেষে ১ উইকেটে ৬৭ রান ভারতের। ১৩ বলে ৩৪ রান তিলকের। ১৩ বলে ৩১ রান রুতুরাজের।

06 Oct 2023, 08:57:53 AM IST

হাফসেঞ্চুরি ভারতের

চতুর্থ ওভার থেকে এল ১৪ রান। ২টি ছক্কা হাঁকিয়েছেন তিলক বর্মা। ৪ ওভার শেষে ১ উইকেটে ৫০ রান ভ🐬ারতের। ১০ 🧸বলে ২৩ রান করে ফেলেছেন তিলক। ১০ বলে ২৫ রান রুতুরাজের।

06 Oct 2023, 08:53:45 AM IST

তৃতীয় ওভারে ২১ রান নিলেন রুতুরাজ

তৃতীয় ওভারে রিপনকে ছাতু করলেন রুতুরাজ। ২টি ছক্কা এবং ২টি চারের হাত ধরে এই 💯ওভারে মোট ꦗ২১ রান নিলেন রুতুরাজ। ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৬ রান ভারতের। ৮ বলে ২৫ রান রুতুরাজের। ৬ বলে ১০ রান তিলক বর্মার।

06 Oct 2023, 08:45:14 AM IST

দ্বিতীয় ওভারে এল ১০ রান

দ্বিতীয় ওভারে সই🍌ফ হাসানকে লম্বা ছক্কা হাঁকান সইফ। এছাড়া ৪ সিঙ্গল রান হয়েছে। ২ ওভার শেষে ১ উইকেটে ১৫ রান ভারতের। ২ বলে ৫ রান রুতুরাজের। ৬ বলে ১০ রান তিলক বর্মার।

06 Oct 2023, 08:43:04 AM IST

প্রথম ওভারেই খালি হাতে সাজঘরে ফিরলেন যশস্বী

রান তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেল ভারত। প্রথম ওভারেই আউট হলেন যশস্বী জয়সওয়াল। ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। শূন্ꦛয হাতেই ফেরেন সাজঘরে। রিপনের বলে মৃত্যুঞ্জয়ের হাতে ক্যাচ দিয়ে তিনি সাজঘরে ফেরেন। ক্রিজে এসেছেন নতুন ব্যꦗাটার তিলক বর্মা। ১ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৫ রান। ১ বলে ১ রান তিলকের। ১ বলে চার রান রুতুরাজের।

06 Oct 2023, 08:38:15 AM IST

রান তাড়া করা শুরু ভারতের

ভারতের সামনে লক্ষ্য একেবারেই বেশি নয়। 🌄৯৭ রানের লক্ষ্যে তারা ব্যাট করতে নেমেছে। ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড়। বল হাতে শুরু করেছেন বাংলাদেশের রিপন মণ্ডল।

06 Oct 2023, 08:22:46 AM IST

৯৬-তে থামল বাংলাদেশ

প্🌌রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১০০ রানও করতে পারল না। ৯৬-তেই থামল তাদের ইনিংস। ইনিংসের শেষ বলে🔜 আবার আউট হয়ে যান রিপন মণ্ডল। আর্শদীপের ওভারে ৭ বলে শূন্য করে আউট হন রিপন। ২৯ বলে ২৪ করে অপরাজিত থাকেন জাকের আলি। নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ ৯৬ রান করে। জিততে হলে ভারতকে করতে হবে ৯৭ রান। 

06 Oct 2023, 08:17:18 AM IST

৬ বলে ১৪ করে ফিরলেন রাকিবুল

নয়ে ব্যাট করতে নেমে রাকিবুল ৬ বলে ১৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে ১৭তম ওভারের শেষ বলে শাহবাজ আহমেদ তাঁকে সাজঘরে ফেরান। তিলকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রাকিবুল। ১৭ ওভা♛র শেষে বাংলাদেশের স্কোর ৮ উইকেটে ৮১ রান বাংলাদেশের। ১৮ বলে ৯ করে ক্রিজে রয়েছেন জাকের।

06 Oct 2023, 08:13:06 AM IST

মৃত্যুঞ্জয়কে ফেরালেন রবি বিষ্ণোই

সপ্তম উইকেট হারাল বাংলাদেশ। মৃত্যুঞ্জয় চৌধুরীকে ফেরালেন রবি বিষ্ণোই। ১১ বলে ৪ রান করে আউট হলেন মৃত্যুঞ্জয়। ১৬ ওভার শেষে ৭ উইকেটে ৭১ রান বাংলাদেশের। জাকের আলি ১৭ বলে ৮ রান করেছেন। মৃত্যুঞ্জয়ের পরিবর্তে আসা ব্যাটার রাকিবুল হাসান ক্রিজে এসেই বিষ্ণোইকে꧒ ছক্কা হা♊ঁকিয়েছেন। ১ বলে তাঁর সংগ্রহ ৬ রান।

06 Oct 2023, 07:49:57 AM IST

সাই কিশোর ফেরালেন আফিফকে

তৃতীয় উ෴ইকেট নিল সাই কিশোর। ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ। ১৫ বলে ৭ রান করে কিশোরের বলে শিবম দুবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন আফিফ হোসেন। ১৩ ওভার শেষে ৬ উইকেটে ৫৮ রান বাংলাদেশের।

06 Oct 2023, 07:43:25 AM IST

৫০ পার করল বাংলাদেশ

১২তম ওভারে অবশেষে ৫০ পার করল বাংলাদেশ। ইতিমধ্যে তারা ৫ উইকেট হারিয়ে বসে রয়েছে। ১২ ওবার শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৫৪ রান। ১৪ বলে ৭ করে লড়াই চালাচ্ছ💯েন আফিফ। ৬ বলে ২ রান শাহাদাতের পরিবর্তে আসা জাকের আলির।

06 Oct 2023, 07:40:57 AM IST

পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ

বাংলাদেশ পঞ্চম উইকেট হারাল। এদিকে এখনও ৫০ হয়নি তাদের। শাহাদাতকে 𝓡ফেরালেন🍃 সাই কিশোর। ৭ বলে ৫ রান করে তিলক বর্মার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন শাহাদাত।

06 Oct 2023, 07:39:37 AM IST

১০ ওভারেও হল না ৫০

১০ ওভার হয়ে গেল। এখনও ৫০ রান করꦫতে পারল না বাংলাদেশ। এদিকে তাদেরও ৪ উইকেট পড়ে গিয়েছে। ক্রিজে থাকা শাহাদাত ৪ বলে ২ রান করেছেন। আফিফে ১০ বলে ৫ রান।

06 Oct 2023, 07:38:00 AM IST

আউট পারভেজ

ওপেন করতে নেমে হাল ধরার চেষ্টা করেছিলেন পারভেজ। কিন্তু নবম ওভারে তাঁকে ফেরালেন তিল বর্মা। ৩২ বলে ২৩ করে রুতুরাজের হাতে ক্যাচ দিয়ে সাজ☂ঘর🌞ে ফেরেন পারভেজ। বাংলাদেশের কাছে এটা বড় ধাক্কা। ৯ ওভার শেষে টাইগারদের ৩৬ রান। এর মধ্যেই ৪ উইকেট হারিয়ে চাপে তারা। ক্রিজে রয়েছেন সাহাদার (২ বলে ০) এবং আফিফ হোসেন (৬ বলে ৩)।

06 Oct 2023, 07:33:57 AM IST

ষষ্ঠ ওভারে সুন্দর নিলেন ২ উইকেট

পাওয়ার প্লে শেষে ꧙বেশ চাপে বাংলাদেশ। তিন উইকেট হারিয়ে বসে রয়েছে তারা। ষষ্ঠ ওভারে ওয়াশিংটন সুন্দর ২ উইকেট তুলে নিয়েছেন। ওভারের চতুর্থ বলে আউট হন সাইফ হাসান। ২ বলে ১ রান করে ক্যাচ আউট হন তিনি। এর পর সইফের পরিবর্তে ব্যাট করতে আসা জাকির হাসান ফেরেন ওভারের শেষ বলে। ২ বল খেললেও তিনি রানের খাতা খুলতে পারেননি। যশস্বীর হাতে ক্যাচ দিয়ে তিনি সাজঘরে ফেরেন। পাওয়ার প্লে শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর ২১ রান। ২২ বলে ১৩ রান করে লড়াই চালাচ্ছেন পারভেজ।

06 Oct 2023, 07:28:48 AM IST

প্রথম সাফল্য ভারতের, হাসান জয়কে ফেরালেন সাই কিশোর

পঞ্⛄চম ওভারেই প্রথম সাফল্য পেল ভারত। সাই কিশোর ফেরালেন হাসান জয়কে। ১০ বলে ৫ রান করে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন হাসান জয়। পাঁচ ওভার শেষে ২০ রানে ১ উইকেট বাংলাদেশের। আর এক ওপেনার পারভেজ হোসেন ১৯ বলে ১২ রান করে ক্রিজে রয়েছেন। হাসান জয়ের পরিবর্তে ক্রিজে আসা নতুন ব্যাটার সইফ হাসান ১ বলে ১ রান করেছেন।

06 Oct 2023, 06:59:03 AM IST

শিবম দিলেন ১০ রান

শিবম দুবে দ্বিতীয় ওভারে ১০ রান꧒ দিয়🌳ে বসে থাকল। এই ওভারে একটি ছক্কা হাঁকান পারভেজ। ২ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ১১ রান।

06 Oct 2023, 06:55:32 AM IST

ভালো শুরু করল আর্শদীপ

প্রথম ওভারে বাংলাদেশ কোনও উইকেট হারায়নি ঠিকই। তবে আর্শদীপের বিরুদ্ধে মাত্র এক♕ রান করেছে তারা। শুরুটা ভালো করলেন ভারতের তরুণ তারকা। ১ ওভার শেষে বাংলাদেশের রান বিনা উইকেটে ১ রান।

06 Oct 2023, 06:48:07 AM IST

ম্যাচ শুরু

ভারত-বাংলাদেশ ম্যাচ শুরু। ♎বাংলাদেশের হয়ে ওপেন করতে নেমেছেন পারভেজ হোসেন এবং মাহমুদুল হাসান জয়। প্রথম ওভারে বল করতে এসেছেন ভারতের আর্শদীপ সিং।

06 Oct 2023, 06:46:33 AM IST

স্মৃতিদের সাফল্য ধরে রাখতে মরিয়া রুতুরাজরা

ভারতের মহিলা ক্রিকেট টিম এশ🌃িয়ান গেমসে সোনা জিতেছে। স্বাভাবিক ভাবেই রুতুরাজ গায়কোয়াড়দের ঘিরে সোনা জয়ের প্রত্যাশাও এখন আকাশছোঁয়া। ভারতের ছেলেরা কি পারবেন স্মৃতিদের সাফল্যের ধারা ধরে রাখতে?

06 Oct 2023, 06:44:29 AM IST

বাংলাদেশের একাদশ

পারভেজ হোসেꦗন ইমন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, শাহাদাত হোসেন, জাকের আলি (উইকেটকিপার), রকিবুল হাসা𒁃ন, মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মুরাদ, রিপন মন্ডল।

06 Oct 2023, 06:43:38 AM IST

ভারতের একাদশ

রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, জিতেশ শর্মা (উইꦿকেটরক্ষক),💙 শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, আর সাই কিশোর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং।

06 Oct 2023, 06:40:33 AM IST

ফিল্ডিংনিল ভারত

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্🍒ধান্ত নিল ভারত। সেমিতে জেতা𒅌 মানেই পদক নিশ্চিত। সেই লক্ষ্য নিয়েই নামবে দুই দল।

06 Oct 2023, 06:38:13 AM IST

বৃষ্টিতে পিছিয়ে যায় টস

ꦚহ্যাংঝ🌟ুতে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। যার ফলে পিছিয়ে যায় টস। রোহিতদের যেমন পিছু ছাড়ছে না বৃষ্টি, তেমনই রুতুরাজরাও বৃষ্টির কবলে। 

06 Oct 2023, 06:36:06 AM IST

ভারতের বদলার ম্যাচ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ক্রিকেট 🤪লড়াই মানেই উত্তেজনার আবহ। ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারত জিতলেও, এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারতকে হারিয়ে দিয়েছিলেন শাকিব আল হাসানরা। স্বভাবতই আজ রোহিতদের হয়ে বদলা নেওয়া দায়িত্ব থাকবে রুতুরাজ গায়কোয়াড়দের কাঁধে।

06 Oct 2023, 06:35:02 AM IST

মালেয়িশার বিরুদ্ধে বাংলাদেশও সহজ জয় পায়নি

কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে মাত্র ২ রানে জিতে সেমিফাইনালে জায়গা করে☂ নিয়েছে বাংলাদেশ। তবে দু'দলই চাইবে জয় পেতে এবং নিজ নিজ দেশের জন্য পদক নিশ্চিত করতে।

06 Oct 2023, 06:23:08 AM IST

নেপালের বিরুদ্ধে জিতলেও, মসৃণ ছিল না জয়টা

এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নেপালের বিরুদ্ধে ⛄জিতলেও, ভারতের সেই জয়টা একেবারেই মসৃণ হয়নি। যদিও এই ম্যাচে যশস্বী জয়সওয়াল ভারতের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ২০ ওভারের ফরম্যাটে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন💎। তিনি টপকে যান শুভমন গিলকে। তবে হ্যাংঝুতে নেপালকে ২৩ রানে হারালেও ভারত সেরা ছন্দে ছিল না। ববরং রুতুরাজ গায়কোয়াড় ব্রিগেডকে নিয়ে সমালোচনাই হয়। বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালে কি ভারত কি চেনা ছন্দে ফিরবে?

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মহারাষ্ট্রে কীভাবে ঘুঁটি সাজিয়েছিল আরএসএস? নেপথ🀅্যে এক প্রাক্তন ইঞ্জিনিয়ার ৬৮টি আসনে পুরুষদের থেকে বেশি ভোট মহিলাদের, এই সমীকরণেই ঝাড়খণ্ডে জয় হেমন্🧜তের? কালরাত্রিতে দাদার বউয়ের সঙ��্গে ঘনিষ্ঠ সৌমিতৃষার বর, তারপর হল খুন, উত্তেজনা 💟টানটান ১৯৮৬-র ꦍপর আবার একবার এমনটা ঘটল! একাধিক নজির গড়ল রাহুল-যশস্বীর ওপ𝐆েনিং জুটি উপনির্বাচনে জামানত জব্দ হল বাম–কংগ♍্রেসের, ৬টি কেন্দ্রেই🌱 রাজনৈতিক প্রত্যাখ্যান হাড়োয়াতে ৭৬ শতাংশ, বাকি ক✅েন্দ্রে কত ভোট পেল 🅠তৃণমূল 🌳ওয়েনাডে দাদা রাহুলের জয়ের ব্যবধান ছাপিয়ে গেল🦂েন প্রিয়াঙ্কা, আবেগঘন পোস্টে বললেন.. হ🐟লুদ, নিম খেয়ে ক্যানসার সারার সিধুর বক্তব্য খণ্ডন টাটা মেমোরিয়ালের চিকিৎসকদে𝔍র 💟'আসল শিবসেনা কোনটি, তা বুঝিয়ে দিয়েছে মানুষ', ৫৬ আসনে꧙ জিততেই আক্রমণাত্মক শিন্ডে ‘প্রত্যেক চুমুর আলাদা আলাদা আবেগ আছে…’, ঠোঁটে ঠোঁট! বিশেষ দিনে আ༺ব♐েগঘন অপরাজিতা

Women World Cup 2024 News in Bangla

AI দিয়ে মহিলা ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং অনেকটাই কম꧋াতে পারল ICC গ্রুপ স্টেজ থেকে বিদায় নিলেও ICCর সের﷽া মহিলা একাদ🍎শে ভারতের হরমনপ্রীত! বাকি কারা? বিশ্বকাপ জিতে নিউজিল্যান্ডের আয় সব থেকে বেশি, ভারত🌱-স🍌হ ১০টি দল কত টাকা হাতে পেল? অলিম্পিক্সে বাস্কেটবল খেলেছেন, এবার 🅰নিউজিল্যান🔯্ডকে T20 বিশ্বকাপ জেতালেন এই তারকা রবিবারে খেলতে চান না বলে টেস্ট ছাড়েন দা♏দু, নাতন𝄹ি অ্যামেলিয়া বিশ্বকাপের সেরা বিশ্বচ্যাম্পিয়💎ন হয়ে কত টাকা পেল নিউজিল্যান্ড? টুর্নামেন্টের সের🐬া কে?- পুরস্কার মুখোমুখি লড়াইয়ে পাল্লা ভারি নিউজিল্যান্ড𝓀ের, বিশ্বকাপ𒊎 ফাইনালে ইতিহাস গড়বে কারা? ICC T20 WC ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারাল দক্ষিণ আফ♔্রিকা জেমিমাকে দেখতে পারে! নেতৃত্বে হরমন-সꦗ্মৃতি নয়, তারুণ্যের জয়গান মিতালির ভিলেন🅘 নেট▨ রান-রেট, ভালো খেলেও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন নাইট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.