টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১০০ রানও করতে পারল না। ৯৬-তেই থামল তাদের ইনিংস। নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ ৯৬ রান করে। পাওয়ার প্লে-তেই ৪ উইকেট🦋 হারিয়ে বাংলাদেশ চাপে পড়ে গিয়েছিল। ভারতীয় বোলারদের সামনে একেবারেই স্বচ্ছন্দ লাগেনি বাংলাদেশের ব্যাটারদের। সর্বোচ্চ ২৪ রান (২৯ বল) করেছেন জাকের আলি। এছাড়া ৩২ বলে ২৩ রান করেছেন পারভেজ হোসেন। রাকিবুল হোসেন ৬ বলে ১৪ করেছেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাননি। ভারতের হয়ে সাই কিশোর ৩ উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। ১টি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং, তিলক বর্মা, রবি বিষ্ণোই এবং শাহবাজ আহমেদ।
রান তাড়া করতে নেমে ভারত ৯ উইকেটেই সহজ জয় তুলে নেয়। প্রথম ওভারে যশস্বীর উইকেট হারালেও, রুতুরাজ গায়কোয়াড় এবং তিলক বর্মা মি🌳লে বাংলাদেশের বোলারদের ছাতু করে ৬৪ বল বাকি থাকতেই ভারতকে ম্যাচ জিতিয়ে দেন। ২৬ বলে ৪০ করে অপরাজিত থাকেন রুতুরাজ। ২৬ বলে অপরাজিত ৫৫ রান তিলক বর্মার। রবিবার ভারত সোনা জয়ের লক্ষ্য নিয়ে ফাইনালে খেলতে নামবে। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন রিপন মণ্ডল।
জিতে ফাইনালে ভারত
৯.২ ওভারেই জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। ৬৪ বল বাকি থাকতে ৯ উইকেটে বড় জয় পেলেন রুতুরাজরা। ৯.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৭ করে ফাইনালে পৌঁছে গেল ভারত। ২৬ বলে ৪০ করে অপরাজিত থাকলেন রুতুরাজ। ২৬ বলে অপরাজিত ৫৫ রান তিলক বর্মার। রবিবার 𝓰ভারত সোনা জয়ের লক্ষ্য নিয়ে 😼ফাইনালে খেলতে নামবে।
হাফসেঞ্চুরি তিলকের
ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূরণ করলেন তিলক বর্মা। ২৫ বলে ৫০ পূরণ করলেন তিলক। প্রথম ওভারে যশস্বী আউট হতে ব্যাট করতে নেমেছিলেন তিলক। তার পর থেকেই ঝড় তোলেন তিনি। যোগ্য সঙ্গত করেন রুতুরাজ গায়কোয়াড়। ৯ ওভার শেষে ১ উইকেটে ৯২⛦ রান ভারতের। ২৬ বলে ৫৫ রান 🐷তিলকের। ২৪ বলে ৩৫ রান রুতুরাজের।
পাওয়ার প্লে-তে হল ৬৮/১
পাওয়ার প্লে-তেইꦑ জয়ের গন্ধ পেতে শুরু করেছে ভারত। তিলক-রুতু ঝড়ে ১ উইকেট হারিয়ে ৬৮ করে ফেলেছে টিম ইন্ডিয়া। ১৮ বলে ৩১ রান রুতুরাজের। ১৪ বলে ৩৫ রান তিলকের।
পঞ্চম ওভারে এল ১৭ রান
তিলক এবং রুতুরাজ পুরো বি﷽ধ্বংসী মেজাজে রয়েছেন। এই ওভার থেকে এল মোট ১৭ রান। ৫ ওভဣার শেষে ১ উইকেটে ৬৭ রান ভারতের। ১৩ বলে ৩৪ রান তিলকের। ১৩ বলে ৩১ রান রুতুরাজের।
হাফসেঞ্চুরি ভারতের
চতুর্থ ওভার থেকে এল ১৪ রান। ২টি ছক্কা হাঁকিয়েছেন তিলক বর্মা। ৪ ওভার শেষে ১ উইকেটে ৫০ রান ভ🐬ারতের। ১০ 🧸বলে ২৩ রান করে ফেলেছেন তিলক। ১০ বলে ২৫ রান রুতুরাজের।
তৃতীয় ওভারে ২১ রান নিলেন রুতুরাজ
তৃতীয় ওভারে রিপনকে ছাতু করলেন রুতুরাজ। ২টি ছক্কা এবং ২টি চারের হাত ধরে এই 💯ওভারে মোট ꦗ২১ রান নিলেন রুতুরাজ। ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৬ রান ভারতের। ৮ বলে ২৫ রান রুতুরাজের। ৬ বলে ১০ রান তিলক বর্মার।
দ্বিতীয় ওভারে এল ১০ রান
দ্বিতীয় ওভারে সই🍌ফ হাসানকে লম্বা ছক্কা হাঁকান সইফ। এছাড়া ৪ সিঙ্গল রান হয়েছে। ২ ওভার শেষে ১ উইকেটে ১৫ রান ভারতের। ২ বলে ৫ রান রুতুরাজের। ৬ বলে ১০ রান তিলক বর্মার।
প্রথম ওভারেই খালি হাতে সাজঘরে ফিরলেন যশস্বী
রান তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেল ভারত। প্রথম ওভারেই আউট হলেন যশস্বী জয়সওয়াল। ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। শূন্ꦛয হাতেই ফেরেন সাজঘরে। রিপনের বলে মৃত্যুঞ্জয়ের হাতে ক্যাচ দিয়ে তিনি সাজঘরে ফেরেন। ক্রিজে এসেছেন নতুন ব্যꦗাটার তিলক বর্মা। ১ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৫ রান। ১ বলে ১ রান তিলকের। ১ বলে চার রান রুতুরাজের।
রান তাড়া করা শুরু ভারতের
ভারতের সামনে লক্ষ্য একেবারেই বেশি নয়। 🌄৯৭ রানের লক্ষ্যে তারা ব্যাট করতে নেমেছে। ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড়। বল হাতে শুরু করেছেন বাংলাদেশের রিপন মণ্ডল।
৯৬-তে থামল বাংলাদেশ
প্🌌রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১০০ রানও করতে পারল না। ৯৬-তেই থামল তাদের ইনিংস। ইনিংসের শেষ বলে🔜 আবার আউট হয়ে যান রিপন মণ্ডল। আর্শদীপের ওভারে ৭ বলে শূন্য করে আউট হন রিপন। ২৯ বলে ২৪ করে অপরাজিত থাকেন জাকের আলি। নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ ৯৬ রান করে। জিততে হলে ভারতকে করতে হবে ৯৭ রান।
৬ বলে ১৪ করে ফিরলেন রাকিবুল
নয়ে ব্যাট করতে নেমে রাকিবুল ৬ বলে ১৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে ১৭তম ওভারের শেষ বলে শাহবাজ আহমেদ তাঁকে সাজঘরে ফেরান। তিলকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রাকিবুল। ১৭ ওভা♛র শেষে বাংলাদেশের স্কোর ৮ উইকেটে ৮১ রান বাংলাদেশের। ১৮ বলে ৯ করে ক্রিজে রয়েছেন জাকের।
মৃত্যুঞ্জয়কে ফেরালেন রবি বিষ্ণোই
সপ্তম উইকেট হারাল বাংলাদেশ। মৃত্যুঞ্জয় চৌধুরীকে ফেরালেন রবি বিষ্ণোই। ১১ বলে ৪ রান করে আউট হলেন মৃত্যুঞ্জয়। ১৬ ওভার শেষে ৭ উইকেটে ৭১ রান বাংলাদেশের। জাকের আলি ১৭ বলে ৮ রান করেছেন। মৃত্যুঞ্জয়ের পরিবর্তে আসা ব্যাটার রাকিবুল হাসান ক্রিজে এসেই বিষ্ণোইকে꧒ ছক্কা হা♊ঁকিয়েছেন। ১ বলে তাঁর সংগ্রহ ৬ রান।
সাই কিশোর ফেরালেন আফিফকে
তৃতীয় উ෴ইকেট নিল সাই কিশোর। ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ। ১৫ বলে ৭ রান করে কিশোরের বলে শিবম দুবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন আফিফ হোসেন। ১৩ ওভার শেষে ৬ উইকেটে ৫৮ রান বাংলাদেশের।
৫০ পার করল বাংলাদেশ
১২তম ওভারে অবশেষে ৫০ পার করল বাংলাদেশ। ইতিমধ্যে তারা ৫ উইকেট হারিয়ে বসে রয়েছে। ১২ ওবার শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৫৪ রান। ১৪ বলে ৭ করে লড়াই চালাচ্ছ💯েন আফিফ। ৬ বলে ২ রান শাহাদাতের পরিবর্তে আসা জাকের আলির।
পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ
বাংলাদেশ পঞ্চম উইকেট হারাল। এদিকে এখনও ৫০ হয়নি তাদের। শাহাদাতকে 𝓡ফেরালেন🍃 সাই কিশোর। ৭ বলে ৫ রান করে তিলক বর্মার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন শাহাদাত।
১০ ওভারেও হল না ৫০
১০ ওভার হয়ে গেল। এখনও ৫০ রান করꦫতে পারল না বাংলাদেশ। এদিকে তাদেরও ৪ উইকেট পড়ে গিয়েছে। ক্রিজে থাকা শাহাদাত ৪ বলে ২ রান করেছেন। আফিফে ১০ বলে ৫ রান।
আউট পারভেজ
ওপেন করতে নেমে হাল ধরার চেষ্টা করেছিলেন পারভেজ। কিন্তু নবম ওভারে তাঁকে ফেরালেন তিল বর্মা। ৩২ বলে ২৩ করে রুতুরাজের হাতে ক্যাচ দিয়ে সাজ☂ঘর🌞ে ফেরেন পারভেজ। বাংলাদেশের কাছে এটা বড় ধাক্কা। ৯ ওভার শেষে টাইগারদের ৩৬ রান। এর মধ্যেই ৪ উইকেট হারিয়ে চাপে তারা। ক্রিজে রয়েছেন সাহাদার (২ বলে ০) এবং আফিফ হোসেন (৬ বলে ৩)।
ষষ্ঠ ওভারে সুন্দর নিলেন ২ উইকেট
পাওয়ার প্লে শেষে ꧙বেশ চাপে বাংলাদেশ। তিন উইকেট হারিয়ে বসে রয়েছে তারা। ষষ্ঠ ওভারে ওয়াশিংটন সুন্দর ২ উইকেট তুলে নিয়েছেন। ওভারের চতুর্থ বলে আউট হন সাইফ হাসান। ২ বলে ১ রান করে ক্যাচ আউট হন তিনি। এর পর সইফের পরিবর্তে ব্যাট করতে আসা জাকির হাসান ফেরেন ওভারের শেষ বলে। ২ বল খেললেও তিনি রানের খাতা খুলতে পারেননি। যশস্বীর হাতে ক্যাচ দিয়ে তিনি সাজঘরে ফেরেন। পাওয়ার প্লে শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর ২১ রান। ২২ বলে ১৩ রান করে লড়াই চালাচ্ছেন পারভেজ।
প্রথম সাফল্য ভারতের, হাসান জয়কে ফেরালেন সাই কিশোর
পঞ্⛄চম ওভারেই প্রথম সাফল্য পেল ভারত। সাই কিশোর ফেরালেন হাসান জয়কে। ১০ বলে ৫ রান করে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন হাসান জয়। পাঁচ ওভার শেষে ২০ রানে ১ উইকেট বাংলাদেশের। আর এক ওপেনার পারভেজ হোসেন ১৯ বলে ১২ রান করে ক্রিজে রয়েছেন। হাসান জয়ের পরিবর্তে ক্রিজে আসা নতুন ব্যাটার সইফ হাসান ১ বলে ১ রান করেছেন।
শিবম দিলেন ১০ রান
শিবম দুবে দ্বিতীয় ওভারে ১০ রান꧒ দিয়🌳ে বসে থাকল। এই ওভারে একটি ছক্কা হাঁকান পারভেজ। ২ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ১১ রান।
ভালো শুরু করল আর্শদীপ
প্রথম ওভারে বাংলাদেশ কোনও উইকেট হারায়নি ঠিকই। তবে আর্শদীপের বিরুদ্ধে মাত্র এক♕ রান করেছে তারা। শুরুটা ভালো করলেন ভারতের তরুণ তারকা। ১ ওভার শেষে বাংলাদেশের রান বিনা উইকেটে ১ রান।
ম্যাচ শুরু
ভারত-বাংলাদেশ ম্যাচ শুরু। ♎বাংলাদেশের হয়ে ওপেন করতে নেমেছেন পারভেজ হোসেন এবং মাহমুদুল হাসান জয়। প্রথম ওভারে বল করতে এসেছেন ভারতের আর্শদীপ সিং।
স্মৃতিদের সাফল্য ধরে রাখতে মরিয়া রুতুরাজরা
ভারতের মহিলা ক্রিকেট টিম এশ🌃িয়ান গেমসে সোনা জিতেছে। স্বাভাবিক ভাবেই রুতুরাজ গায়কোয়াড়দের ঘিরে সোনা জয়ের প্রত্যাশাও এখন আকাশছোঁয়া। ভারতের ছেলেরা কি পারবেন স্মৃতিদের সাফল্যের ধারা ধরে রাখতে?
বাংলাদেশের একাদশ
পারভেজ হোসেꦗন ইমন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, শাহাদাত হোসেন, জাকের আলি (উইকেটকিপার), রকিবুল হাসা𒁃ন, মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মুরাদ, রিপন মন্ডল।
ভারতের একাদশ
রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, জিতেশ শর্মা (উইꦿকেটরক্ষক),💙 শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, আর সাই কিশোর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং।
ফিল্ডিংনিল ভারত
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্🍒ধান্ত নিল ভারত। সেমিতে জেতা𒅌 মানেই পদক নিশ্চিত। সেই লক্ষ্য নিয়েই নামবে দুই দল।
বৃষ্টিতে পিছিয়ে যায় টস
ꦚহ্যাংঝ🌟ুতে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। যার ফলে পিছিয়ে যায় টস। রোহিতদের যেমন পিছু ছাড়ছে না বৃষ্টি, তেমনই রুতুরাজরাও বৃষ্টির কবলে।
ভারতের বদলার ম্যাচ
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ক্রিকেট 🤪লড়াই মানেই উত্তেজনার আবহ। ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারত জিতলেও, এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারতকে হারিয়ে দিয়েছিলেন শাকিব আল হাসানরা। স্বভাবতই আজ রোহিতদের হয়ে বদলা নেওয়া দায়িত্ব থাকবে রুতুরাজ গায়কোয়াড়দের কাঁধে।
মালেয়িশার বিরুদ্ধে বাংলাদেশও সহজ জয় পায়নি
কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে মাত্র ২ রানে জিতে সেমিফাইনালে জায়গা করে☂ নিয়েছে বাংলাদেশ। তবে দু'দলই চাইবে জয় পেতে এবং নিজ নিজ দেশের জন্য পদক নিশ্চিত করতে।
নেপালের বিরুদ্ধে জিতলেও, মসৃণ ছিল না জয়টা
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নেপালের বিরুদ্ধে ⛄জিতলেও, ভারতের সেই জয়টা একেবারেই মসৃণ হয়নি। যদিও এই ম্যাচে যশস্বী জয়সওয়াল ভারতের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ২০ ওভারের ফরম্যাটে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন💎। তিনি টপকে যান শুভমন গিলকে। তবে হ্যাংঝুতে নেপালকে ২৩ রানে হারালেও ভারত সেরা ছন্দে ছিল না। ববরং রুতুরাজ গায়কোয়াড় ব্রিগেডকে নিয়ে সমালোচনাই হয়। বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালে কি ভারত কি চেনা ছন্দে ফিরবে?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।