হরমনপ্রীত কৌরদের পর 🌊এবার রুতুরাজ গায়কোয়াড়রা কি পারবেন ভারতের সোনার স্বপ্ন পূরণ করতে? বৃহস্পতিবার বাংলাদেশকে ৯ উইকেটে উড়িয়ে ফাইনালে উঠেছে ভারত। সোনা জয় থেকে মেনস ইন ব্লু আর এক কদম দূরে।
এদিন প্রথমে ভারতীয় বোলারদের দাপটের পর, তিলক বর্মা 🌳এবং রুতুরাজ গায়কোয়াড় ঝ⭕ড়েই উড়ে গেল টাইগাররা। তিলক এদিন ঝোড়ো হাফসেঞ্চুরি করেন। আর ৫০ পূর্ণ করার পর সেলিব্রেশন করতে গিয়ে আজব এক কাণ্ড করে বসেন তিলক। হঠাৎ করেই জার্সি তুলে তিনি পেটের সাইটে আঁকা একটি ট্যাটুর দিকে ইশারা করেন। কী বোঝাতে চেয়েছিলেন তিলক? তিলকের এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আরও পড়ুন: ক্রিজ🌃ে পাইপাই করে 🐽ছুটছে দু'টি হাঁস- বিশ্বকাপের উদযাপনে মজাদার থিম গুগল ডুডুলে
বৃহস্পতিবার হ্যাংঝুর জেজিয়াং বিশ্ববিদ্যালয়ের মাঠে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত বাংলাদেশ মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তিলক এবং রুতুরাজ বিধ্বংসী মেজাজে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন। বাংলাদেশের দেওয়া ৯৭ রান তাড়া করতে নেমে তিলক ২৫ হলে অর্ধশতরান পূরণ করেন। তার পর নিজের জার্সির ডান দিকটি💝 তুলে ধরেন। তখন দেখা যায় তিলকের বুকের নীচে রয়েছে তাঁর বাবা-মায়ের 𓃲একটি ট্যাটু। সেই ছবিটি দেখিয়েই তিলক কিছু ইশারা করেন।
কী বলতে চেয়েছিলেন তিলক? ম্যাচের শেষে তিলক ব্যাখ্যা দেন, ‘এই সেলিব্রেশনটা ছিল আমার মায়ের জন্য। কারণ শেষের ২-১টা ম্যাচ ভালো হয়নি আমার। তাই আমি বলেছিলাম যদি হাফসেঞ্চুরি করতে পারি এবং দলকে জেতাতে পারি, তা হলে আমি টেলিꦓভিশনে আমার ট্যাটু দেখাব। এটা আমার মায়ের জন্য।’ তিলকের এই প্রতিক্রিয়ায় মুগ্ধ নেটিজেনরা।
আরও🅘 পড়ুন: ভারতীয় 👍দলের প্রস্তুতিতে সঞ্জুর উপস্থিতি, স্যামসনের পোস্টে আলোড়ন নেটপাড়ায়
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১০০ রানও করতে পারল না। ৯৬-তেই থামল তাদের ইনিংস। নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ ৯৬ রান করে। পাওꦯয়ার প্লে-তেই ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ চাপে পড়ে গিয়েছিল। ভারতীয় বোলারদের সামনে একেবারেই স্বচ্ছন্দ লাগেনি বাংলাদেশের ব্যাটারদের। সর্বোচ্চ ২৪ রান (২৯ বল) করেছেন জাকের আল💫ি। এছাড়া ৩২ বলে ২৩ রান করেছেন পারভেজ হোসেন। রাকিবুল হোসেন ৬ বলে ১৪ করেছেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাননি। ভারতের হয়ে সাই কিশোর ৩ উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। ১টি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং, তিলক বর্মা, রবি বিষ্ণোই এবং শাহবাজ আহমেদ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।