দিনের শুরুটা বেশ ভাไলো ভাবেই করলেন ভারতীয় তিরন্দাজিরা। এদিকে যখন অদিতি স🌼্বামী মহিলাদের ব্যক্তিগত কমপাউন্ডে ব্রোঞ্জ জিতলেন। ঠিক তখনই অন্যদিকে একই ইভেন্টে সোনা জিতলেন আরও এক ভারতীয় তিরন্দাজ জ্যোতি সুরেখা। ফাইনালে টানটান উত্তেজনার ম্যাচে কোরিয়ার চিয়েউনকে হারাতে সক্ষম হলেন তিনি।
ফাইনালে তিনি যে বᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚেশ বড় ব্যবধানে জিততে পেরেছেন, এমনটা একেবারেই নয়। ম্যাচের ফলাফল জ্যোতি ১৪৮ এবং চিয়েউন ১৪৫। এর থেকেই স্পষ্ট হয়েছে, এদিন টানটান উত্তেজনার মধ্যে এই ম্যাচ হয়। প্রথম রাউন্ড থেকেই দাপট দেখাতে থাকেন দুই ফাইনালিস্ট। যদিও পাঁচটি রাউন্ডের মধ্যে পাঁচটিতেই জিতেছেন ভারতীয় এই তিরন্দাღজ।
প্রথম রাউন্ডে ভারত জেতে ২৯-৩০ ব্যবধানে। দ্বিতীয় রাউন্ডের ফলাফল ভারত ৫৯ এবং ক♛োরিয়া ৫৮। তৃতীয় রাউন্♚ডের ফলাফল ৮৯-৮৭। চতুর্থ রাউন্ডে ১১৯-১১৬। এবং পঞ্চম এবং শেষ রাউন্ডে ভারতের ফল ১৪৯। স্বাভাবিক ভাবেই এটা স্পষ্ট হয়েছে, প্রত্যেকটি রাউন্ডে ভারত জিতলেও তার ব্যবধান ছিল খুবই কম। আর সেটাই স্বাভাবিক। সোনার লড়াইয়ে যে বিপক্ষ মোটেই ছেড়ে দেবে না তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভারতীয় এই তিরন্দাজি শেষ পর্যন্ত লড়াই করে যান। যাতে এই ম্যাচ সহজেই জেতা যায়। মাঝে মধ্যেই বেগ পেতে হয়েছে। কিন্তু তিনি নিজের লক্ষ্যে স্থির ছিলেন। আর তাই ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে নিলেন তিনি।
এই নিয়ে এবারের এশিয়াডে তিনটি সোনা জ্যোতির♌। তিনি মিক্সড ইভেন্টেও সোনা জিতেছেন। সেই সঙ্গে মহিলাদের দলগত ইভেন্টেও সোনা জিতেছেন। এবার তিনি মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন। সেদিক থেকে দেখতে গেলে এই নিয়ে তাঁর ঝুলিতে এবার তিনটি পদক এলো। তাঁর এই সাফল্যে গোটা দেশ খুশি। কারণ দেশের অন্যতম সেরা তিরন্দাজ তিনি। এশিয়াডে তিনি যখন গিয়েছেন তখন থেকেই মনে করা হয়েছিল, তাঁর হাত থেকে বেশ ভালো পদক আসতে পারে। এদিন ঠিক সেটাই হল। সোনা জিতে রেকর্ড গড়লেন তিনি।
এবারের এশিয়ান গেমসে ভারতীয় শ্যুটার এবং তিরন্দাজিরা বেশ ভালো পারফরম্যান্স করেছেন। যার ফল তারা হাতে নাতে পেয়েছেন। প্রায় প্রত্যেকটি ইভেন্ট থেকেই তারা পদক জিতেছেন। এদিন তীরন্দ꧋াজিতে সব ইভেন্ট থেকে সোনা জেতার খাতায় তিন নম্বরে নাম লিখিয়ে ফেললেন জ্যোতি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।