তিরন্দাজিতে একের পর এক ইভেন্টে পদক পেয়ে চলেছে ভারত। মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে আগেই পদক জি🍌তেছে। এবার পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন ভারতের প্রভীন দেওতালে। তাও আবার ভারতীয় প্রতিপক্ষকে হারিয়ে। শুনে একটু অবাক লাগছে তাই না? এদিন তিরন্দাজিতে পুরুষদের ব্যক্তিগত ইভ𓄧েন্টের ফাইনালে ভারতের ওজাস দেওয়াতালে নামেন অভিষেক বর্মার বিরুদ্ধে।
আর সেই ইভেন্টেই অভিষেককে হারিয়ে দেন ওজাস। ফলে তিরন্দাজির পুরুষদের ব্যক্তিগত ই💜ভেন্টে সোনা পেয়ে যান ওজাস। এদিন বেশ হাড্ডাহাড্ডি ম্যাচ শুরু হয়। দুই ভারতীয় লড়াই করেন যাতে সোনা জিততে পারে। কিন্তু খেলার নিয়মে একজনকে জিততেই হবে। তবে এদিন দুই তিরন্দাজি লড়াই চালিয়ে যান। প্রথম সেটে দুই ভারতীয় একই পয়েন্টে শেষ করে। দুই জনের ফলাফল ছিল ৩০-৩০। এর থেকেই স্পষ্ট হয়েছে কেউ একে অপরকে একটুও জমি ছাড়েননি।
তবে সময় যত গড়িয়েছে পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। দ্বিতীয় সেট থেকেই ম্যাচ চলে যায় প্রভীনের হাতে। ৬০-৫৯ 🔯পয়েন্টে জিতে নেয় দ্বিতীয় সেট। এরপর আর তাঁকে আটকানো সম্ভব হয়নি। তৃতীয় সেটে ৯০-৮৭ পয়েন্টে জয় পান তিনি। চতুর্থ সেটে ১১৯-১১৭ পয়𓂃েন্টে জেতেন। তবে এই ফলাফল দেখে এটা স্পষ্ট হয়েছে, দুই তিরন্দাজি নিজেদের সেরাটা দেন। কেউ জমি ছাড়েননি। তবে প্রভীন দুর্দান্ত ইনিংস খেলে অভিষেককে হারিয়ে দেন। ম্যাচের ফলাফল প্রভীন ১৪৯ এবং অভিষেক ১৪৭।
ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ের প𝓡াশাপাশি রেকর্ডও গড়ে ফেললেন দেওয়াতালে। এই নিয়ে এবারের এশিয়াডে তিনটি সোনা জিতলেন তিনি। এর আগে মিক্সড দলের হয়ে সোনা জিতেছেন তিনি। এর পাশাপাশি পুরুষদের দলগত ইভেন্টে সোনা জিতেছেন। এবার পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে অভিষেককে হারালেন দেওয়তালে। সেদিক থেকে দেখতে গেলে এবারের এশিয়ান গেমসে এটা তাঁর তৃতীয় পদক।
অন্যদিকে দুর্দান্ত লড়াই করেও সোনা জিততে পারলেন না অভিষেক। রুপো নিয়েই দেশে ফিরে আসতে হচ্ছে তাকে। তবে তিনি প্রথম সেটে যেভাবে লড়াই করেছিলেন তা দেখে মনে হয়েছিল সোনা জিতবেন। কিন্তু দ্বিতীয় সেট থেকে পিছিয়ে পড়তে থাকেন তিনি। ফলে আর সোনা জেতা হল না তাঁর। ব্যক্তিগত ইভেন্টে রꦓুপো নিয়েই ফিরতে হচ্ছে তাকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।