চিনে আয়োজিত এশিয়ান গেমসে একের 𒀰পর এক পদক পেয়ে চলেছে ভারত। তবে এবার লড়াইটা সহজ ছিল না। এক কঠিন লড়াইয়ের শেষে ব্রোঞ্জ আসলো ভারতের পদক ঝুলিতে। লড়াইটি ছিল সত্যিই কঠিন কারণ খেলাটি ছিলো 'কুস্তি'। এবং সাফল্যটা আসে নারী শক্তির হাত ধরে। মহিলাদের ৫৩ কেজি ব্রোঞ্জ 'প্লে-অফ'-য়ে টোকিও অলিম্পিক্সে পদক জয়ী বলোরটুয়া বাট অচিরকে ৩-১ ব্যবধানে হারালো ১৯ বছর বয়সী ভারতীয় কন্যা অন্তিম পাঙ্ঘাল।
ভারতীয় কন্য𝓀ার এই ব্রোঞ্জ জয় এক অন্য♌রকম শক্তি জোগালো দেশ এবং দেশবাসীকে। কারণ বাকি ভারতীয় কুস্তিগীরদের রীতিমতো হাবুডুবু খেতে হয়েছে। নরেন্দর চিমা (গ্রেকো-রোমান ৯৭ কেজি), নবীন (গ্রেকো-রোমান ১৩০ কেজি) এবং পূজা গেহলট (মহিলাদের ৫০ কেজি) পদক তালিকায় কোনও প্রভাব ফেলতে পারেনি। তবে, তাদের লড়াইটাও ছিলোনা সহজ। এছাড়াও মানসী আহলাওয়াতও (মহিলাদের ৫৭ কেজি) ব্রোঞ্জ প্লে-অফ পরাজিত হন উজবেকিস্তানের লায়লখন সাবিরোভার হাতে।
প্রসঙ্গত, এদিন দ্রুত গতির লড়াই দেখা যায় অন্তিম পাঙ্ঘালের থেকে। পাশাপাশি একটি দারুণ অ্যাটাক ও কাউন্টার-অ্যাটাকের প্রদর্শন উপহার দেন তিনি। বলে রাখা ভালো, এই ভারতীয় কন্যাক♛ে এশিয়ান গেমসে নেওয়া হয় যখন বিনেশ ফোগটকে আঘাতের জন্য প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়াꦯ হয়। এছাড়াও এর আগে অন্তিম পাঙ্ঘাল উজবেকিস্তানের জাসমিনা ইমায়ভাকে ১১-০তে হারায়। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পাওয়ার পরে চিনে এসে তিনি নিজের দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছেন। এবার পদক তালিকায় সেই সংখ্যা বাড়ানোর জন্য দেশবাসীর নজর থাকবে পরবর্তী খেলাগুলির ফলের উপর।
উল্লেখ্য, এবারের এশিয়ান গেমসে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের ঝুলিতে পদকের সংখ্যা হলো ৮৪। এই সবকটি পদকের মধ্যে সোনা রয়েছে ২১টি, রুপো রয়েছে ৩১টি এবং ব্রোঞ্জ রয়েছে ৩২টি। এবং তালিকায় ভারতের স্থান চার নম্বরে। প্রথম তিনে রয়েছে চিন, জাপান এবং কোরিয়া। এখনও পর্যন্ত এই প্রতিযোগিতা ভালোই যাচ্ছে ভারতের জন্য। গতবার﷽ের এশিয়ান গেমসে পাওয়া পদকের সংখ্যাকে বড়ো ব্যবধানে ছাড়িয়ে গিয়েছে ভারত। তাই এই বছর ভারতের লক্ষ্য হবে ১০০ বলে মনে করা হচ্ছে। কম-বেশি প্রতিটি বিভাগেই সাফল্য পেয়েছে ভারত। ফল ভালো করেছে ভারতীয় খেলোয়াড়রা। এবার দেখার বিষয় শেষ অবধি থ্রি-ফিগার মার্কে পৌঁছতে পারবে নাকি সেটা ছাপিয়ে যাবে। নজর থাকবে আগামী ꦉখেলাগুলির উপর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।