জয়ের হ্যাটট্রিক করে ফেলল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে অধিনায়ক অ্যারন ফিঞ্চের শেষ ম্যাচটা স্মরণীয় করে দিল। একরাশ আবেগ আর নস্ট্যালজিয়াকে সঙ্গী করে ছলছল চোখে ওডিআই ক্রিকেটওকে বিদায় জানালেন ফিঞ্চ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ তথা তৃতীয় ওডিআই খেলতে নামার আগের দিনই অর্থাৎ শনিবার (১০ সেপ্টেম্বর) সকালেই ওডিআই ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন ফিঞ্চ। যে কারণে অজি বনাম কিউয়িদের মধ্যে তৃত𓄧ীয় ওডিআই ম্যাচটি বিশেষ হয়ে ওঠে ক্রিকেট বিশ্বের কাছে। যদিও তিন ম্যাচের সিরিজের পরপর দুই ম্যাচ জিতে আগেই অস্ট্রেলিয়া সিরিজ পকেটে পুড়ে ফেলেছিল। তবে এ দিন নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পাশাপাশি ফিঞ্চের শেষটাও মধুরেণ সমাপয়💦েৎ করল অজি ব্রিগেড।
আরও পড়ুন: ODI ক্রিকেট থে🤪কে অবসর ফিঞ্চের, নতুন অধিনায়ক হওয়ার লড়াꦰইয়ে স্মিথ-ম্যাক্সি-কামিন্স
এ দিন নিউজিল্যান্ডকে ২৫ রানে হারিয়ে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। আর সেই জয়ের উচ্ছ্বাস নিয়ে আবেগে ভেসেই ওডিআই ক্রিকেটকে বিদায় জানালেন ফিঞ্চ। ম্যাচের পর সকলে ফিঞ্চকে জড়িয়ে ধরেন। ফেয়ারওয়েলের সময়ে অজি অধিনায়কে♋র চোখও ছলছল করছিল। তবে ওডিআই-কে বিদায় জানালেও, টি-টোয়েন্টি আ♉পাতত খেলবেন বলে জানিয়েছেন ফিঞ্চ।
টসে হেরে অস্ট্রেলিয়া এ দিন প্রথমে ব্যাট করতে নেমেছিল। ৫ উইকেট হারিয়ে অজিরা ২৬৭ রান করে। তবে বিদায়ী ম্যাচে নিরাশ করেন ফিঞ্চ। তিনি ১৩ বল খেলে মাত্র ৫ রান করে টিম সাউদির বলে বোল্ড হন। এই ফর্ম্যাটে তিনি বহু দিন ধরে চূড়ান্ত অফফর্মে রয়েছেন বলেই তাড়াহুড়ো করেই ওডিআই থেকে অবসর নিলেন। ফিঞ্চ যখন ব্যর্থ হয়ে ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে তাঁকে স্ট্য়ান্ডিং অবেশন দেয়। ম্যাচের পরেও তাঁর বিদায় মুহূর্তকে আবেগঘন করে তোলেন সতীর🌞্থ, বিপক্ষ দলের প্লেয়ার এবং গোটা স্টেডিয়ামের দর্শকেরা।
আরও পড়ুন: কেন-কনওয়ের কমেডি অফ এররস, তবুও আউট করত⛦ে পারলেন না ক্যারি- ভিডিয়ো
যাইহোক ফিঞ্চ ব্যর্থ হলেও, স♏্টিভ স্মিথের সেঞ্চুরি (১৩১ বলে ১০৫) অজিদের পায়ের তলার জমি শক্তি করে। মার্নাস ল্যাবুশান আব❀ার ৭৮ বলে ৫২ করেন। ৪৩ বলে অপরাজিত ৪২ করেন অ্যালেক্স ক্যারি। কিউয়িদের হয়ে ২ উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।