২০২🔯৩ অস্ট্রেলিয়ান ওপেন -এর পুরুষদের সিঙ্গলস বিভাগের শিরোপা জিতল সার্বিয়ার নোভাক জকোভিচ। দশমবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন জোকার। এদিন গ্রিসের স্টেফানোস সিসিপাসকে হারালেন নোভাক। শিরোপা জয়ের এই খেলায় জকোভিচ দারুণ শুরু করেছিলেন এবং প্রথম সেট ৬-৩ ব্যবধানে জিতে নেন। যাইহোক, সিসিপাসও ভালꦑো পারফর্ম করেছিলেন। এটি দুই খেলোয়াড়ের মধ্যে একটি ক্লোজ প্রতিযোগিতা হতে চলেছিল। ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় সেটে সেটাই দেখা গেল। কঠিন লড়াই করে দ্বিতীয় সেট জিতলেন জোকার। তৃতীয় সেটেও চলে কঠিন লড়াই। তবে শেষ পর্যন্ত জেতেন জকোভিচ। ম্যাচের ফল ছিল ৬-৩, ৭-৬ ও ৭-৬ সেটে।
আরও পড়ুন… Australian Open: ফাইনালে জকোভ𝔍িচ, সিসিপাসকে হারিয়ে দশমবার ট্রফ🌳ি জিততে মরিয়া নোভাক
গায়ের জ্যাকেটটা যেন আগে থেকে বানানো ছিল। ম্যাচ জিততেই নোভাক জকোভিচ যেই জ্যাকেটটা গায়ে তুললেন সেটির বুকের ডান দিকে লেখা ছিল ২২। অর্থাৎ ২২ তম গ্র্যান্ড স্লাম যে জিতলেন সেটাই বোঝাতে চাইলেন নোভাক জকোভিচ। নোভাক জকোভিচ ট্রফি হাতে তুলেই স্টেফানোস সিসি💃পাসকে ধন্যবাদ জানালেন সার্বিয়ার নোভাক জকোভিচ। শুধু সিসিপাস নয়, সিসিপাসের গোটা টিমকেই শুভেচ্ছা জানালেন জকোভিচ। এরপরে নতুন প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে বললেন নোভাক জকোভিচ। তিনি বলেন, ‘তোমরা যারা টেনিস তারকা হতে চাও তারা বড় স্বপ্ন দেখো। দেখবে একদিন সেই স্বপ্ন সফল হবেই, সღেটা সফল তোমরাই করতে পারবে।’
আরও পড়ুন… দুই সপ্তাহের ভিতরেই WPL 2023 -এর নিলাম🎶, কোথায় হবে?
২৪ বছর বয়সী সিসিপাস হলেন দ্বিতীয় সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় যিনি অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন। এর আগে, ২০১১ সালে ২৩ বছর বয়সে জকোভিচ ফাইনালে পৌঁছেছিলেন। জকোভিচ এবং সিসিপাসের মধ্যে এই শিরোপা দখলের লড়াই জিতে এটিপি র্যাঙ্কিংয়ে এক নম্বরে পৌঁছে গেলেন নোভাক জকো🐟ভিচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।