রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে ধর্মঘটে বসেছেন ভারতের অনেক প্রবীণ কুস্তিগীর। দিল্লির✨ যন্তর মন্তরে বিক্ষোভকারী কুস্তিগীররা জাতীয় ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ করেছেন। প্রতিবাদী কুস্তিগীরদের মধ্যে টোকিও অলিম্পিক্সের ব্রোঞ্জ পদক বিজয়ী বজরং পুনিয়া এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক বিজয়ী ভিনেশ ফোগাট সহ দেশের বেশ কয়েকজন শীর্ষ কুস্তিগীরও এই তালিকায় রয়েছেন। কুস্তিগীররা তাদের অভিযোগ বা তাদের দাবির সঠিক বিবরণ ভাগ করেনি। তবে এটি স্পষ্ট যে ব্রিজ ভূষণ শরণ সিং যেভাবে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI) পরিচালনা করছেন তাতে তাঁরা বেশ বিরক্ত।
আরও পড়ুন… এখনই অবসর নয়, ৪🤪২ বছর বয়সে অস্ট্রেলিয়ায় ২০২৫ সালের অ্যাশেজ খেলতে চান অ্যান্ডারসন
ব্রিজভূষণ শরণ সিংও কায়সারগঞ্জের বিজেপি সাংসদ। প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে দেখা করতে এসেছেন ভারতের রেসলিং ফেডারেশনের সহকারী সচিব বিনোদ তোমরও। তিনি বলেন, ‘জানি না এটা কী নিয়ে হচ্ছে। ডব্লিউএফআই প্রেসিডেন্টকে লেখা চিঠি থেকে জানা যায়, কিছু কুস্তিগীর প্রতিবাদে বসে আছে। আমি তাদের সমস্যা জানতে এসেছি। তারা একবার ফেডারেশনে এলে, সব সমস্যার সমাধান করা হবে। বিষয়টি কী তা এখনও আমাকে বলা হয়🥀নি। এখন পর্যন্ত আমার বা ফেডারেশনের সামনে এ ধরনের কোনও বিষয় তোল🍎া হয়নি।’
আরও পড়ুন… এটা൲ তোমার শেষ টেস্ট সিরিজ হতে পারে, বিজয়কে সতর্কবার্তা দিয়েছিলেন💙 সেহওয়াগ
বজরং, ভিনেশ, রিও অলিম্পিক্সের পদক বিজয়ী সাক্ষী মালিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক বিজয়ী সরিতা মোর, সঙ্গীতা ফোগাট, সত্যওয়ার্ত মালিক, জিতেন্দ্র কিনহা এবং কমনওয়েলথ গেমসের পদক বিজয়ী সুমিত মালি🐠ক যন্তর মন্তরে সমবেত হওয়া ৩০ জন কুস্তিগীরের মধ্যে রয়েছেন। বজরং পুনিয়া বলেন, ‘আমাদের লড়াই সরকার বা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার বিরুদ্ধে নয়। এটা ভারতের রেসলিং ফেডারেশনের বিরুদ্ধে। আমরা পরে বিস্তারিত শেয়ার করব। এটা আর পরের লড়াই।’ বজরং-এর সাপোর্ট স্টাফ, তাঁর কোচ সুজিত মান এবং ফিজিও আনন্দ দুবেও বিক্ষোভে জড়িত রয়েছেন। আরেক কুস্তিগীর বলেন, ‘স্বৈরাচার বরদাস্ত করা হবে না।’
ব্রিজ ভূষণ শরণ সিং ২০১১ সাল থেকে ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতি হয়ে রয়েছেন। তিনি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে টানা তৃতীয় মেয়াদের জন্য WFI এর সভাপতি নির্বাচিত হয়েছেন। সাক্ষী টুইট করে লিখেছেন, ‘অ্যাথলেটরা দেশের জন্য পদক জেতার জন্🃏য সম্ভাব্য সবকিছু করে কিন্তু ফেডারেশন আমাদের হতাশ করা ছাড়া কিছুই করেনি। ক্রীড়াবিদদের হয়রানি করার জন্য স্বেচ্ছাচারী নিয়ম তৈরি করা হচ্ছে।’ আংশু মালিক, সঙ্গীতা ফোগাট এবং অন্যান্য কুস্তিগীররাও বয়কট ডব্লিউএফআই প্রেসিডেন্ট হ্যাশট্যাগের সঙ্গে একই লাইনে টুইট করেছেন। সেই বার্তাকে পিএমও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।