চারজন ফিল্ডারের সামনে সুযোগ ছিল ক্যা💃চ ধরার। অথচ কেউ বল ধরার চেষ্টাই করলেন না। ফলে অভাবনীয় জীবনদান পেয়ে যান ব্যাটসম্যান। এমন অদ্ভুত ঘটনা দেখা যায় ত্রিদেশীয় টಞি-২০ সিরিজে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচে।
বুধবার ক্রাইস্টচার্চে শুরুতে ব্যাট করে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২০৮ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। বাংলাদেশ পালটা ব্যাট করতে নামলে একেবারে প্রথম ওভারেই জীবনদান পেয়ে যান ওপেনার না🍸জমুল হোসেন শান্ত।
ট্রেন্ট বোল্টের ওভারের তৃতীয় বলে সজোরে ব্যাট চালান নাজমুল। যদিও লেনথের হদিশ করতে পারেননি তিনি। বল তাঁর🍃 ব্যাটের উপরের কানায় লেগে উপরে উঠে যায়। পিচের পাশেই বোলার বোল্ট-সহ মোট চারজন ফিল্ডার উপস্থিত ছিলেন। কিপার ডেভন কনওয়ে প্রাথমিকভাবে কল করেন ক্যাচ ধরার জন্য। শেষমেশ তিনিও দাঁড়িয়ে পড়েন। বল ড্রপ করে চারজন ফিল্ডারের মাঝে।
সঙ্গত কারণেই এমন ঘটনায় হতভম্ব দেখায় চার ক্রিকেটারকে। বোলার বোল্টকে ক্ষুব্ধও দেখায় কনওয়ের উপর। যদিও ডেভন শেষমেশ নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে🌳 নেন।
ক্রিকেট মাঠে দুই ফিল্ডারে﷽র ভুল বোঝাবুঝিতে ক্যাচ মিস হতে দেখা নতুন নয়। তিনজন ফিল্ডারের মাঝেও ক্যাচ মিস হতে দেখা গিয়েছে। তবে এমন চারজন ফিল্ডারের মাঝখান থেকে জীবনদান পেতে আগে কোনও ব্যাটসম্যানকে দেখা গিয়েছে কিনা সন্দেহ।
এমন অভাবনীয় জীবনদান পেয়েও অবশ্য নাজমুল তা কাজে লাগাতে পারেননি। তিনি ১২ বলে ১১ রান করে আউট হন। বাংলাদেশ ৪৮ রানের বড় ব্যবধানে ম্যাচ হেরে মাঠ ছাড়ে। তারা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রানে আটকে যায়। ক্যাপ্টেন শাকিব আল হাসান ৭০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন। নিউজিল্যান্ডের কাছে হেরে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করে ফেলে। পরে পাকিস্তানের কাছে নিয়মরক্ষার মܫ্যাচেও হার মানেন শাকিবরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।