টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ চারটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছিল, সবকটি ম্যাচেই পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল টাইগারদের। অবশেষে হারের বৃত্ত ভেঙে ঘরের মাঠে মধুর জয় পেল বাংলাদেশ। এদিন ব্যাট হাতে বেশি রান করতে পার🦩েনি বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শাকিবের ৩৬ রানের সঙ্গে নঈমের ৩০ আর আফিফের ২৩ রানে ভর করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে তোলে ১৩১ রান। জবাবে ১০৮ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন নাসুম আহমেদ। ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি।
১০৮ রানে যে অস্ট্রেলিয়াকে আটকে দেওয়া🍃 সম্ভব তা হয়তো খেলা শুরুর প্রথম বল আগে পর্যন্ত কেউ কল্পনাও করেনি বাংলাদেশ দল। প্রথম বলেই মাহেদি হাসান ফেরান অ্যালেক্স কারিকে। এর পরের দুই ওভারে নাসুম-শাকিবের টানা দুই উইকেট। তিন ওভারে তিন উইকেট হারিয়ে তখন কাঁপছে অস্ট্রেলিয়া। ম্যাচে ফিরে আসার চেষ্টা চালাচ্ছিল মার্শ ও ওয়েড। ওয়েডকে ফিরিয়ে নাসুম স্বস্তি এনে দিলেন। তবে গলার কাঁটা হয়ে দাঁড়ান মার্শ। তাকেও ফেরান নাসুম। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে অজিদের একাই গুঁড়িয়ে দিলেন এই স্পিনার। শেষ পর্যন্ত ১০৮ রানেই আটকে যায় অজিদের ইনিংস।
প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে ১৩১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে টাইগাররা ১৩১ রান তোলে। সর্বোচ্চ ৩৬ রান করেন শাকিব আল হাসান। শুরুতে উইকেট পড়ার পর তিনি ধরে খেলেছিলেন। ওপেনার মহম্মদ নঈমের ব্যাট থেকে আসে ২৯ বলে ৩০ রান। শেষ দিকে আফিফ ১৭ বলে ২৩ রানের কার্যকরী ইনিংস খেলেন। অজিদের হ꧑য়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন হ্যাজেলউড। ২ উইকেট নেন মিচেল স্টার্ক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।