আউট না হয়েও অনেক সময় আম্পায়াꦿরের ভুল সিদ্ধান্তের শিকার হয়ে সাজঘরে ফিরতে হয় ব্যাটারদের। কখনও কখনও আউট হওয়া সত্ত্বেও ব্যাটাররা💝 পড়ে পাওয়া জীবনদান পেয়ে যান আম্পায়ারের ভুলেই। তবে বোল্ড হয়েও ক্রিজে টিকে যাওয়া যে কতটা ভাগ্যের বিষয়, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না।
অস্ট্রেলিয়ার ওমেনস ন্যাশনাল ক্রিকেট লিগে ঠিক তেমনই ছবি চোখে পড়ল। এক্ষেত্রে সৌভাগ্যবতী ব্যাটার হলেন কুইন্সল্যান্ড ফায়ারের জর্জিয়া ভল, যিনি তাসমানিয়ার পেসার বেলিন্দা ভাকারেওয়ার বলে বোল্ড হওয়া সত্ত্বেও বেঁচে যান বোলার-সহ ফিল্ডিং দল♓ের কেউ আবেদনই না করায়।
ম্যাচের প্রথম ইনিংসের ১৪তম ওভারে বেলিন্দার গুড লেনথ ডেলিভারিতে জর্জিয়া পরাস্ত হন। বল অফ-স্টাম্পের বেল ছুঁয়ে চলে যায়। উইকেটকিপার সামনে ছিলেন। তাঁর গ্লাভসে লেগে বল লেগস্লিপ অঞ্চলে চলে যায়। স্টাম্🤪প থেকে বেল পড়ে গিয়েছে বুঝেও কেউ আউটের আবেদন করেননি। সম্ভবত উইকেটকিপার ভেবেছিলেন তাঁর গ্লাভসে লেগে বেল পড়ে হিয়েছে।
য🌠দিও ধারাভাষ্যকাররা নিশ্চিত ছিলেন যে, জর্জিয়া বোল্ড হয়েছেন। তবে ফিল্ডিং দল আবেদন না করায় ব্যাটিং চালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যান তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।