দল নির্বাচনের জন্য নতুন কমিটি গড়ল ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরামর্শদাতা কমিটি (সিএসি)। এ তথ্য বোর্ডের তরফে জানানো হয়েছে। জুনিয়র এবং উইমেন্স দল নির্বাচন কমিটি ঘোষণা হল। এই দলে রয়েছেন বাংলার প্রাক্তন পেসার রণদেব বসুও। ভারতীয় বোর্ডের ক্রিকেট পরামর্শদাতা কমিটির পরামর্শের ভিত্তিতেই এই কমিটি গঠন করা হয়েছে। ভারতীয় বোর্ডের ক্রিকেট পরামর্শদাতা কমিটিতে রয়েছে দেশের প্রাক্তন ক্রিকেটার সুলক্ষণা নায়েক, অশোক মালহোত্রা এবং যতীন পরাঞ্জপে। এই কমিটিই সমস্ত আবেদন স্ক্রুটিনি করে এবং ইন্টারভিউ নেয়। তারই ভিত্তিতে বেছে নেওয়া হয় দল নির্বাচন কমিটি। উইমেন্স সিলেকশন কমিটির প্রধান থা🌌কলেন নীতু ডেভিডই। জুনিয়র সিলেকশন কমিটির প্রধান করা হয়েছে ভিএস তিলক নাইডুকে।
উইমেন্স সিলেকশন কমিটিতে আসা শ্যামা দে শ ১৯৮৫-১৯৯৭ বাংলার হয়ে খেলেছেন। পরবর্তীতে রেলওয়েজের হয়ে খেলেন। এ ছাড়াও দু-বার বাংলার দল নির্বাচন কমিটিতে ছিলেন তিনি। তেমনই জুনিয়র সিলেকশন কমিট𝓰িতে রয়েছেন বাংলার প্রাক্তন পেসার রণদেব বসু। ৯১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন রণদেব বসু। প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়েছেন ৩১৭টি উইকে🍸ট। লিস্ট এ ক্রিকেটে ৮২ ম্যাচে ১২৬ উইকেট নিয়েছেন বাংলার এই পেসার।
জুনিয়র সিলেকশন ꦫকমিটির প্রধান তিলক নাইডু কর্ণাটকের প্রাক্তন কিপার-ব্যাটার। ১৯৯৮-৯৯ থেকে ২০০৯-১০ পর্যন্ত খেলেছেন। কর্ণাটক ছাড়াও সাউথ জোনের হয়েও খেলেছেন তিনি। আগ্রাসী ব্যাটিং স্টাইল। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯৩ ম্যাচে ৪৩৮৬ রান করেছেন তিনি। ২০১৩-২০১৬ কর্ণাটক জুনিয়র সিলেকশন কমিটিতে ছিলেন তিলক। এ ছাড়াও কর্ণাটক সিনিয়র সিলেকশন কমিটিতে ছিলেন তিনি।
এক নজরে দেখে নেওয়া যাক দুই নির্বাচন কমিটি।
উইমেন্স সিলেকশন কমিটি- ন𝔉ীতু ডেভিড (চেয়ারপার্সন), রেনু মার্গারেট, আরতি বৈদ্য, কল্পনা ভেঙ্কটচ, শ্যামা দে শ।
জুনিয়র সিলেকশন কমিটি- ভিএস তিলক নাইডু (চেয়ারপার্সন), রণদেব বসু, হরবিন্দর সিং🎃 সোধি, পথিক প্যাটেল, কৃষাণ মোহন
মহিলা দলের ক্রীড়াসূচী
আগামী মাস ভারতীয় মহিলা দলের জন্য খুব ব্যস্ত হতে চলেছে। আগামী মাসে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে দলটি। এরপর সেপ্টেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একই সংখ্যক ম্যাচের ৩টি ওয়ানডে ও ৩টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে তারা। বছরের শেষে বড় চ্যালেঞ্জ থাকবে তাদের সামনে। ভারত অক্টোবরে নিউজিল্যান্ডকেও আতিথ্য দেবে এবং তারপরে ভারতীয় মহিলা দল ডিসেম্বরে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে। বছরের শেষে, ভারতীয় দল অস্ট্রেলিয়ার সাথে একটি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়ে💛ন্টি সিরিজ খেলবে। যা চলবে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।