২০১৯-২০ মরশুমের রঞ্জি ফাইনালের কার্যত রি-ম্যাচ হতে চলেছে ই♔ডেনে। এবার ফে✃র রঞ্জি ট্রফির ফাইনালে মুখোমুখি বাংলা ও সৌরাষ্ট্র। উল্লেখযোগ্য বিষয় হল, সেবার বাংলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সৌরাষ্ট্র। এবারর ঘরের মাঠে ছবিটা বদলে দিতে মরিয়া বাংলা।
বাংলা ও সৌরাষ্ট্র, উভয় দলই রঞ্জি মরশুমের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে। ইডেনের স্পোর্টিং পিচে তাই ব্যাট-বলের দুর্দান্ত লড়াই দেখা যাবে বলে বিশ্বাস ক্রিকেটপ্রেমীদের। ইডেনের পিচে ঘাস রয়েছে। সেকারণেই বাংলা তাদের প্রথম একাদশে রদবদল করতে পারে। প্রদীপ্ত প্রামানিকের জায়গায় মনোজরা মাঠে নামাতে পারেন আকাশ ঘটককে। তাছাড়া ওপেনিং সমস্যা মেটাতে সরাসরি রঞ্জি ফাইনালে মাঠে নামতে দেখা যেতে পারে সুমন্ত গুপ্তকে। চ্যাম্পিয়ন হতে ব্যাটে বাংলার ভরসা ঈশ🌳্বরন-সুদীপ-অনুষ্টুপ ত্রয়ী। বোলিং লাইনআপে বাংলাকে নির্ভরতা দেবেন আকাশ-মুকেশ-শাহবাজ।
জয়দেব উনাদকাট জাতীয় দল ছেড়ে রাজ্যদলের ౠসঙ্গে যোগ দেওয়ায় স্বাভাবিকভাবেই সৌরাষ্ট্রকে তাদের ফাইনালের প্রথ🥀ম একাদশে পরিবর্তন করতে হবে। ইডেনে উনাদকাটই নেতৃত্ব দেবেন সৌরাষ্ট্রকে।
আরও পড়ুন:- BENG vs SAU Ranji Trophy Final: রঞ🗹্জি ফাইনালে মনোজদের মন্ত্র, ‘বদলা নয়, বদল চাই’
আপাতত দেখে নেওয়া যাক বাংলা বনাম সৌরাষ্ট্র রঞ্জি ট্রফির ফাইনাল ম্য়াচটি কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যা𒅌ক কোন চ্যানেলেဣ ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
কবে শুরু হবে বাংলা বনাম সৌরাষ্ট্র ম্যাচ:-১৬ ফেব্রুয়ারি, ২০২৩ (বৃহস্পতিবার)।
কোথায় অনুষ্ঠিত হবে রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচটি:-ইডেন গার্ডেন্স (কলকাতা)।
কখন শুরু হবে ম্যাচ:-ভারܫতীয় সময় অনুযায়ী সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত হবে ৯টায়।
কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার:-♔বাংলা বনাম সৌরাষ্ট্র ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে।
অনলাইনে কোথায় দেখবেন খেলা:-রঞ্জি ট্রফি ২০২২-২৩ মরশুমের ফাইনাল ম্যাচটি ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে। এছাড়া বাংলা বনাম সৌরাষ্ট্র ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
রঞ্জি ফাইনালে বাংলার সম্ভাব্য একাদশ: অভিমন্যু 🌃ঈশ্বরন, সুমন্ত গুপ্ত, সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারি (ক্যাপ্টেন), শাহবাজ আহমেদ, অভিষেক পোড়েল (উইকেটকিপার), আকাশ ঘটক/প্রদীপ্ত প্রামানিক, আকাশ দীপ, মুকেশ কুমার ও ইশান পোড💞়েল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।