স্পেনের হুয়েলভা শহরে ভারতীয় ব্যাডমিন্টন𒉰 তার নবতম তারকাকে খুঁজে পেল। বেশ কয়েকদিন ধরেই ভাল খেলার পর একেবারে বড়সড় টুর্নামেন্টে নিজের সেরাটা উজাড় করে দিলেন লক্ষ্য সেন। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে চতু♈র্থ পুরুষ ভারতীয় শাটলার ও কনিষ্ঠতম ভারতীয় হিসেবে পদক সুনিশ্চিত করেন ২০ বছরের শাটলার।
চিনের জুন পেং ঝাও তিন গেমের লড়াইয়ে ২১-১৫, ১৫-২১, ২২-২০ পরাস্ত করেন লক্ষ্য। প্রথম দুই গেমে একই ব্যবধানে দুই লক্ষ্য এবং ঝাও একটি করে গেম জেতার পরে তৃতীয় সেটে একেবারে শেষ পর্যন্ত হাড্ডহাড্ডি লড়াই চলে। ম্যাচ পয়েন্টে লক্ষ্য পিছিয়ে গিয়েও শেষ হাসিটা তিনিই হাসেন। কঠিন লড়াইয়ের পর তৃতীয় গেম ও ম্যাচ জিতে কিন্তু ত𒆙াঁর জয়ে ভাগ্যের কৃতিত্ব শিকার করে নিচ্ছেন তরুণ ভারতীয় শাটলার।
তৃতীয় গেমে নিজের মানসিক স্থিতির কথা বলতে গিয়ে লক্ষ্য জানান, ‘আমি নিজের র্যালি গেম নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম। ও খুব দ্রুত গতিতে ম্যাচ খেলছিল এবং আমাকে ভুল করতে বাধ্য করছিল। ওটা নিয়ন্ত্রণে আনতেই আমি ম্যাচে ফিরে এসে পয়েন্ট জেতা শুরু করি। ম্যাচ যখন ২০ অল ছিল, তখন তো আমার পাও পিছলে যায়। তবে তা সত্ত্বেও আমি উইনার মারতে সক্ষম হই। সুতরাং, এক্ষেত্রে আমার ভাগ্যকেই কৃতিত্ꦉব দিতে হয়। প্রতিপক্ষ ঝাং গতকালে দীর্ঘ ম্যাচ খেলার পর তাঁর বিরুদ্ধে এক চুলও জমি ছাড়তে নারাজ ছিল, যা লক্ষ্যের প্রশংসা কুড়িয়ে।’
এরপর বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে প্রথমবার অল ইন্ডিয়ান সেমিতে লক্ষ্য কোর্টে নামবেন কিদাম্বি শ্রীকান্তের বিপক্ষে। দীর্ঘদিন শ্রীকান্তের বিরুদ্ধে না খেললও দুই ইনফর্ম শাটলারের মধ্যে ম্যাচে কড়া টক্করের আশায় রয়েছেন লক্ষ্য। ‘আমি তিন বছর হয়ে গেল শ্রীকান্তের বিরুদ্ধে খেলিনি। বেশ অনেকটা সময় কেটে গিয়েছে। ও দারুণ খেলছে এবং এই সপ্তাহে প্রতিপক্ষদের দুই অঙ্কের পয়েন্টেও পৌঁছানোর আগেই ম্যাচ জিতেছে। কোর্টটাও ওর মনের মতো। তবে আমিও ভাল ফর্মে আছি এবং ওর মতোই আক্রমণাত্মক গেম খেলি। দেখা যাক কে ফাইনালে পৌঁছায়।’ ব𝔉লেন ইতিহাস সৃষ্টিকারী শাটলার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।