শুভব্রত মুখার্জি
চলতি বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সময়টা বেশ ভালই যাচ্ছে ভারতীয় শাটলারদের। সিন্ধু,শ্রীকান্ত,লক্ষ্য সেন সহ প্রায় সব শাটলাররাই তাঁদের ম্যাচ জিতে পরের রাউন্ডে প্রবেশ করেছেন। স্প𝔉েনের✃ হুয়েলভা প্রদেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রি-কোয়ার্টারে প্রবেশ করেছেন ভারতীয় শাটলাররা।
নিজের♋ প্রথম বিশ্ব চ্যাম্পিযﷺ়নশিপে ২০ বছর বয়সী তারকা লক্ষ্য সেন বিশ্ব ক্রমতালিকায় ১৭ নম্বরে থাকা জাপানের কেন্টো নিশিমোতোকে হারিয়েছেন। খেলার ফল লক্ষ্যর পক্ষে ২২-২০,১৫-২১,২১-১৮। তৃতীয় গেমে লক্ষ্যকে পরিশ্রান্ত মনে হলেও তার ম্যাচ জিততে অসুবিধা হয়নি। পরবর্তী রাউন্ডে তাঁর প্রতিদ্বন্দ্বী গুয়াতেমালার কেভিন কর্ডন।
অন্যদিকে, কিদাম্বি শ্রীকান্ত তাঁর ম্যাচে প্রথম গেম হেরে গিয়েও কামব্যাক করেন। চিনের লি-শি-ফেঙ্গের বিরুদ্ধে তাঁর পক্ষে ম্যাচের ফল ১৫-২১,২১-১৮,২১-১৭। পরের রাউন্ডে লꦜু গুয়াঙ্গঝু এবং চৌ টিয়েন চ🍃েন ম্যাচের জয়ীর মুখোমুখি হবেন তিনি।
পাশপাশি মাত্র ২৪ ম্যাচে নিজের প্রতিপক্ষকে কার্যত বিধ্বস্ত করে ম্যাচে জেতেন পিভি সিন্ধু। স্লোভাকিয়ার মার্টিনা রেপসিকাকে তিনি হারান ২১-৭,২১-৯ ফলে। রাউন্ড অফ ১৬-এ তিনি মু😼খোমুখি হবেন পম্পাউই চোচুওঙ্গ এবং লিয়ানে ট্যান ম্যাচের জয়ীর।
অষ্টম বাছাই সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেটি জুটিকে প্রথম গেমে কঠিন লড়াই করতে হয়। তবে তাঁরাও ২৭-২৫,২১-১৭ ফলে হারিয়ে দেন লিঝেউই এবং ইয়াং পো হুয়ান জুটিকে। প্রি-কোয়ার্টারে তাঁরা মুখোমুখি হবেন ওঙ্গ- ইয়ে-সিন, তেও-ইয়ে-ই জুটি এবং জোয়েল ইপি,রাসমুস জায়ের জুটির ম্যাচের জয়ীর বিরুদ্♊ধে। এদিন একমাত্র হতাশা বলতে সৌরভ শর্মা-অনুষ্কা পারিখ জুটির ৮-২১, ১৮-২১ ব্যবধানে কিয়ান মেং-পেই জিং জুটির বিরুদ্ধে পরাজয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।