শুভব্রত মুখার্জি: বিশ্ব অ্যাথলেটিক্সে এই মুহূর্তে গভীর শোকের ছায়া। মাত্র ২৯ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত♈্যাগ করেছেন কানাডার পোলভল্টার শন বার্বার। এত অল্প বয়সে শনের মৃত্যুতে শোকবিহ্বল তাঁর পরিবার সহ অ্যাথলেটিক্স জগতের সকলেই। বুধবার টেক্সাসের কিঙ্গউডে অকা♛ল প্রয়াণ ঘটেছে শনের। অ্যাসোসিয়েটেড প্রেসকে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর এজেন্ট পল ডোয়েল। যদিও ডোয়েলের তরফে কী কারণে শনের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করা হয়নি। তবে ডোয়েল জানিয়েছেন, দীর্ঘ দিন শারীরিক সমস্যাতে ভুগেছিলেন শন। তবে সেই সমস্যার কারণেই তিনি মারা গিয়েছেন কিনা, তা নিশ্চিত করা হয়নি।
বৃহস্পতিবার শন বার্বার এবং ডোয়েল ম্যানেজমেন্ট কোম্পানির তরফে ইন্সটাগ্রামে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘এ ফ্রেন্ড দ্যাট উইল নেভার বি ফরগটেন (একজন বন্ধু যাকে কোনদিন ভোলা যাবে না)।কানাডিয়ান পোলভল্টার শন বার্বার হ্যাজ পাসড অ্যাওয়ে (কানাডিয়ান পোলভোল্টার শন বার্বারের অকাল প্রয়াণ ঘটেছে)।’ এজেন্সি এর পাশাপাশি বার্বারের সমস্ত কৃতিত্বকে ও ক▨ুর্নিশ জানিয়েছে। যার মধ্যে রয়েছে ২০১৫ সালে বিশ্ব পোলভল্ট চ্যাম্পিয়নশিপের জয়ও। এই জয়ের ফলে কানাডা তাদের ইতিহাসে প্রথম বার এই ইভেন্টে মেডেল জিততে সক্ষম হয়েছিল।
২০০৩ সালের পরে শন বার্বারের হাত ধরেই প্রথম বার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জিতেছিল কানাডা। অ্যাক্রন বিশ্ব বিদ্যালয়েও ছাত্রদের মধ্যে তিনি অন্যতম সেরা অ্যাথলিট ছিলেন। ২০১৪ এবং ২০১৫ সালে এনসিএএ আয়োজিত ইন্ডোর পোলভল্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। ২০১৫ সালে এনসিএএ আয়োজিত আ💙উটডোর পোলভল্টেও চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। ২০১৫ সালে প্যান আমেরিকান গেমসেও কানাডার প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। যেখানে সোনা জিতেছিলেন শন বার্বার। ২০১৬ সালের রিও ডি জেনিরোর অলিম্পিক গেমসেও তিনি মূলপর্বে খেলেছিলেন। ২০১৬ সালে নিজের ব্যক্তিগত সেরা ছয় মিটারের ভোল্ট দেন তিনি। যা এখনও কানাডার অ্যাথলেটিক্সের ইতিহাসে নজির হয়ে রয়ে গিয়েছে। প্রসঙ্গত, লাস ক্রুসেসে নিউ মেক্সিকোতে জন্ম হয়েছিল শন বার্বারের। দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাঁর। কানাডার পাশাপাশি তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রেরও পღাসপোর্ট হোল্ডার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।