ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন স্প্যানিশ টেনিস তারক𝓀া কার্লোস আলকারাজ। জ্যানিক সিনারকে ফরাসি ওপেনের সেমিফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে দিলেন এই স্প্যানিশ টেনিস খেলোয়াড়। এই জয়ের সঙ্গে সঙ্গেই বিরল রেকর্ড গড়ে ফেলেছেন স্প্যানিশ তারকা। কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে ক্ল🔯ে কোর্ট, গ্রাস কোর্ট এবং হার্ড কোর্টে গ্র্যান্ডস্লাম ফাইনাল খেলার নজির গড়তে চলেছেন আলকারাজ। ফরাসি ওপেনের সেমি ফাইনালে ইতালির প্রতিদ্বন্দী জ্যানিক সিনারকে পাঁচ সেটের লড়াইয়ে হারানোর সঙ্গে সঙ্গেই, এই নজির গড়লেন ২১ বছর বয়সী এই স্প্যানিশ তারকা। পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করে ফাইনালের টিকিট হাতে পেলেন কার্লোস আলকারাজ।
আরও পড়ুন-ঠিক ক্রিজের মাথায় আটকে গেল ব্যাট! ꦗচরম দুর্ভাগ্যজনকভাবে রান-আউট রুত🃏ুরাজ- ভিডিয়ো
প্রথম সেটে জ্যানিক সিনার এগিয়ে গেছিলেন ৬-২ ফলে, কিন্তু দ্বিতীয় সেটেই প্রত্যাবর্তন করেন স্পেনের কার্লোস আলকারাজ। দ্বিতীয় সেট তিনি পকেটে পুড়ে নেন ৬-৩ ফলে। এর💞পর তৃতীয় সেটে ফের একবার পালাবদল, এবার ইতালির জ্যানিক সিনার আবারও এগিয়ে যান লড়াইয়ে। ৬-৩ ফলে তৃতীয় সেট জিতে নেন সিনার। চতুর্থ এবং পঞ্চম সেটে দুরন্ত কামব্যাক করেন আলকারাজ। ৬-৪ ফলে চতুর্থ সেট এবং ৬-৩ ফলে পঞ্চম সেট জিতে ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল নিশ্চিত করেন মাত্র ২১ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়।
আরও পড়ুন-'ন𒈔িজের দেশের বিরুদ্ধে খেলব, এরকম কিছু মনে হচ্ছে না', ভারত ম্যাচের আগে বললেন সৌরভ
গ্রাস কোর্ট, ক্লে কোর্ট এবং হার্ড কোর্টে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে ফাইনালে ওঠার নজির গড়ে আলকারাজ বলছেন, ‘আমার মনে আছে ছোটবেলায় স্কুল ছুটি হলেই দৌড়ে বাড়ি ফিরতাম খেলা দ🧔েখব বলে। আমি বিশ্বের সেরা খেলোয়াড় হতে চাই, আর সেরা হতে গেলে আমায় গ্রাম কোর্ট, ক্লে কোর্ট এবং হার্ড কোর্টে ভালো খেলতে হবে রজার ফেডেরার, নোভাক জকোভিচ, অ্যান্ডি মারের মতো। ক্লে কোর্টে আমি ভালোই খেলতে পারি, তাই তিন ফরম্যাটেই আমার নিজের সেরাটা দিতে কোনও অসুবিধা হয় না। আমি ফাইনালের আগে আমার রেকর্ড নিয়ে ভাবতে চাই না, তবে তিন রকমের কোর্টের ফাইনালে উঠেছি মানে আমি নিশ্চই ভালো টেনিস খেলছি, এই বিষয়টাই আমায় আত্মবিশ্বাস দেবে ’।
আ𓆏রও পড়ুন-শাহরুখের কাছে IPL জয়টা অতটা গুরুত্বপূর্ণই নয়! ফাঁস নায়ারඣের, তাহলে কী?
রবিবার ফরাসি ওপেনের ফাইনালে কার্লোস আলকারাজের মুখোমুখি হবেন অ্যালেক্সান্ডার জেরেভ। এই প্রথম ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন এই স্প্যানিয়ার্ড, আর প্রথমবারেই গ্র্যান্ডস্লাম জিতে কোর্ট ছাড়তে চান আলকারাজ। ২১ বছরের আলক💦ারাজ ২০২২ সালে ಌইউএস ওপেন জিতেছিলেন, গতবছর উইম্বলডনের খেতাবও জেতেন স্পেনের এই প্রতিভাবান টেনিস তারকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।