টুর্নামেন্টের অষ্ট🧸ম বাছাই মাত্তিও বেরেত্তিনি,যিনি গত বছরের উইম্বলডন চ্যাম্পিয়নশিপে রানার আপ হয়েছিলেন।মঙ্গলবার তার কোভিড -১৯-এর পরীক্ষা করা হয় এবং তাতে পজিটিভ পাওয়া যায়। এরফলে টুর্নামেন্টের ২০২২ সংস্করণ থেকে নাম প্রত্যাহার করেছেন তিনি। মাত্তিও বেরেত্তিনি নিজের ইনস্টাগ্রামে এই তথ্য দিয়েছিলেন। সোমবার ক্রোয়েশিয়ার মারিন সিলিক করোনার কারণে ২০২২ 🃏উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করেছিলেন। এবার ইতালির এই তারকা খেলোয়াড় করোনায় আক্রান্ত হলেন।
কোভিড -১৯ এর পরীক্ষায় পজিটিভ পাওয়া যাওয়া টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে মাত্তেয়ো বেরেত্তিনি লিখলেন,‘এটা জানাতে গিয়ে আমার কষ্ট হচ্ছে যে আমার কাছে আমার করোনার পরীক্ষার রিপোর্ট এসেছে এবং তাতে আমার কোভিড ১♐৯ পজিটিভ পাওয়া গেছে। এরফলে উইম্বলডন থেকে আমায় আমার নাম প্রত্যাহার করতে হবে।’
আরও পড়ুন… মাঠে বসে Euꦐro Final দেখতে চেয়েছিলেন, নিজে হেরেও দেশের জয়ে শোকܫ ভুললেন বেরেত্তিনি
করোনায় আক্রান্ত উইম্বলডনের গত বছরের রানার আপ মাত্তেয়ো বেরেত্তিনি আরও বলেন,‘আমার জ্বর🐲ের উপসর্গ ছিল এবং গত কয়েকদিন ধরে বিচ্ছিন্ন ছিলাম। লক্ষণগুলি গুরুতর না হওয়া সত্ত্বেও,আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজ সকালে আমার সহকর্মী প্রতিযোগীদের এবং টুর্নামেন্টের সাথে জড়িত সকলের স্বাস্থ🌳্য ও নিরাপত্তা রক্ষার জন্য আরেকটি পরীক্ষা করাব।’
আরও পড়ুন… মাঠে বসে Euro Final দেখতে চেয়েছিলেন, নিজে হেরেও দেশের জয়ে শোক ♔ভুললেন বেরে♔ত্তিনি
রিপোর্ট নিয়ে বলতে গিয়ে ইতালির মাত্তেয়ো নিজের ইনস্টাগ্রামে আরও জানান,‘আমি যে চরম হতাশ বোধ করছি। সেটা বর্ণনা করার জন্য আমার কাছে কোন শব্দ ন𒊎েই। এই বছরের স্বপ্ন শেষ হয়ে গেছে। কিন্তু আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।