কমনওয়েলথ গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তনের পর অলিম্পিকꦺ্সেও ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা জোরদার হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি ২০২৮সালের অলিম্পিক্সের সংস্করণে ক্রিকেট সহ অন্যান্য আটটি খেলার অন্তর্ভুক্তির পর্যালোচনা করবে। ২০২৮ সালের অলিম্পিক্স গেমস লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হব🔯ে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের আয়োজক কমিটি আইসিসিকে তাদের পক্ষ উপস্থাপন করতে বলেছে। অর্থাৎ যেই নয়টি খেলাকে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি ২০২৮ সালের জন্য শর্টলিস্ট করেছে তার মধ্যে ক্রিকেটও রয়েছে।
আরও পড়ুন… CWG 2022 Day 7 Live: চারটি পদক নিশ্চিত 🌸করার সুযোগ বক্সিংয়ে, নজরে হিমা-মুর🐬লিরা
অলিম্পিক্স ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ২০২৩ সালে। আইসিসি ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚএবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রচেষ্টার কারণে ২০২২ সালের কমনওয়েলথ গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করানো হয়েছে। ক্রিকেট ছাড়াও, অলিম্পিক্সের ২০২৮ সংস্করণে আরও আটটি খেলা অন্তর্ভুক্ত করা যেতে পারে বলে শোনা যাচ্ছে।
আইওসি মোট নটি খেলাকে নিয়ে পর্যালোচনা করছে। বেসবল, পতাকা ফুটবল, ব্রেক ডান্সিং, কারাতে, কিকবক্সিং, স্কোয়াশ, ল্যাক্রোস এবং মোটরস্পোর্ট অন্তর্ভুক্ত করা হতে পারে বলে মনে করা হচ্ছে। অলিম্পিক্স কমিটি ফেব্রুয়ারিতে বলেছিল যে ২০২৮ সালের অলিম্পিক গেমসে যুবকে কেন্দ্র করে মোট ২৮টি খেলা অন্তর্ভুক্ত করাবে। নতুন খেলার অন্তর্ভুক্তির বিষয়ে কম🐬িটি বলেছিল যে নতুন খেলা অলিম্পিক্সে মানানসই কিনা সেটা দেখতে হবে।
আরও পড়ুন…CWG 2022: বার্বাডোজের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে বিশ্ব রেকর🎀্ড করলেন ২৬ বছরের রেনুকা
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।