শুভব্রত মুখার্জি: ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের যে কোনও খেলার সঙ্গেই জাতীয় স্বার্থ জড়িত থাকায় সেই খেলা যে ডিডি স্পোর্টস সম্প্রচার করতে পারবে তা আগেই জানিয়েছিল সুপ্রীমকোর্ট। এবার সেই পথে হেঁটেই রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের আসন্ন ক্যারিবিয়ান সফরের সমস্ত ম্যাচ সম্প্রচারের কথা জানিয়ে দিল ডিডি স্পোর্টস। প্রসঙ্গত টি-২০ বিশ্বকাপের আগেই ক্যারিবভূমে একটি টি-২০ ও ওয়ানডে সিরিজ খেলবে ভারতীয় দল। ইংল্যান্ড সফর শেষেই ক্যারিবিয়ান সফরে যাবেন ꦅরোহিতরা।
জুলাই-অগস্ট মাসে ক্যারিবভূমে বসবে এই টি-২০ এব🦄ং ওয়ানডে সিরিজের আসর। মোট পাঁচটি টি-২০ এবং ৩টি ওয়ানডে ম্যাচ খেলবেন রোহিতরা। যে ম্যাচগুলি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ছাড়াও খেলা হবে আমেরিকা যুক্তরাষ্ট্রে। ওয়ানডে সিরিজ খেলা হবে পোর্ট অফ স্পেনে। টি-২০'র আসর বসবে ত্রিনিদাদ, ফ্লোরিডা এবং সেন্ট কিটসে। জুলাই ২২ থেকে শুরু হয়ে ৭ অগস্ট পর্যন্ত চলবে এ💜ই সিরিজ।
ডিডি স্পোর্টসের তরফে জানানো হয়েছে তারাও প্রি-ম্যাচ এবং পোস্ট ম্যাচ শো'র আয়োজন করবেন। ডিডি ফ্রি ডিস ছাড়াও সমস্ত কেবিল এবং ডিটিএইচ প্ল্যাটফর্মেও ডিডি এই ম্যাচের সম্প𒉰্রচার করবে। ভারতীয় সময় রাত ৮ টা থেকে শুরু হবে সবকটি টি-২০ ম্যাচ এবং ৭টা থেকে শুরু হবে সবকটি ওয়ানডে ম্যাচ। জুলাই মাসের ২২,২৪ এবং ২৭ তারিখ পোর্ট অফ স্পেনে খেলা হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। জুলাই মাসের ২৯ তারিখে পোর্ট অফ স্পেন, অগস্ট মাসের ꦆ১ এবং ২ তারিখে সেন্ট কিটস অ্যান্ড নেভিস, অগস্ট মাসের ৬ এবং ৭ তারিখে টি-২০ ম্যাচ খেলা হবে ফ্লোরিডায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।