হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে ২০২৩ এশিয়ান ক্রিকেট কাউন্সিল উইমেন্স ইমার্জিং এশিয়া কাপ (ACC Womens Emerging Asia Cup 2023) খেলা হচ্ছে। বৃষ্টির কারণে ভারত ‘এ’ মহিলা এবং শ্রীলঙ্কা ‘এ’ মহিলা দলের মধ্যে অনুষ্ঠিত টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। তবে꧂ গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য একটি রিজার্ভ ডে-ও রাখা রয়েছে। এই꧋ পরিস্থিতিতে ম্যাচটি মঙ্গলবার রিজার্ভ ডে-তে খেলা হবে।
আরও পড়ুন: ফিল্ডার নাকি উড়ন্ত বাজ, অশ্বিনের ক্যাচের ভিডি𒐪য়ো দেখে সন্দেহ 💫হবে আপনার
মহিলাদের ইমার্জিং এশিয়া কাপ নিয়ে বড় আপডেট
টিম ইন্ডিযꦕ়া এখনও পর্যন্ত ২০২৩ মহিলাদের ইমার্জিং এশিয়া কাপে শুধুꦫমাত্র একটি ম্যাচ খেলতে পেরেছে। বাকি ম্যাচ বৃষ্টিতে ধুইয়ে গিয়েছে। এমন কী সেমিফাইনাল ম্যাচটিও বৃষ্টির কারণে ভেসেছে। ভারতের মহিলা এ টিম টুর্নামেন্টের প্রথম ম্যাচটিই খেলতে পেরেছিল। সেটি ছিল হংকংয়ের বিরুদ্ধে। যে ম্যাচে তারা ৯ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল। একই সঙ্গে বৃষ্টির কারণে বাতিল হয়েছে নেপাল ও পাকিস্তান-এ দলের ম্যাচটিও।
আরও পড়ুন: রোহিত টেস্ট অধিনায়ক থাকবে কিনা 𓄧১০০ শতাংশ নিশ্চিত নই- বড় ধামাকা আকাশ চোপড়ার
প্রথম ম্যাচে বড় জয়
১৩ জুন টিম ইন্ডিয়া তাদের প্রথম ম্যাচ খেলেছে। যে ম্যাচটি ভারতীয় দল খুব সহজেই জিতে নিয়েছে। এই ম্যাচে জয়ের নায়ক ছিলেন ভারতের মহিলা দলের বোলার শ্রেয়াঙ্কা পাতꦇিল। ভারতের মহিলা এ দলের হয়ে এটি ছিল শ্রেয়াঙ্কার অভিষেক ম্যাচ। 'ইন্ডিয়া এ'-এর হয়ে খেলে শ্রেয়াঙ্কা এই ম্যাচে ৩ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। শ্রেয়াঙ্কা পাটিলের এই দুর্দান্ত বোলিংয়ের কারণে হংকংয়ের পুরো দলটি মাত্র ৩৪ রানে অলআউট হয়ে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।