জো রুটের প্রতিরোধ ভাঙতে পারল না নিউজিল্যান💝্ড। নেতৃত্বের দায়ভার ঝেড়ে চাপমুক্ত রুট একাই কিউয়িদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেলেন লর্ডস টেস্ট।
শুরু থ💞েকেই পেন্ডুলামের মতো দুলতে দেখা যায় ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টের ভাগ্যে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে মাত্র ১৩২ রানে অল-আউট করেও বিশেষ সুবিধা করতে পারেননি ব্রিটিশরা। কেননা তাঁরাও প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ১৪১ ဣরানে।
প্রথম ইনিংসের নিরিখে ৯ রানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২৮৫ রানে গুটিয়ে যায়। ডারিল মিচেল ১০৮ ও টম ব্লান্ডেল ৯৬ রান করে আউট হন। সুতরাং, জয়ের জন্য শেষ ইনিংসে ইংল্෴যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৭৭ রানের꧂।
তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ২১৬ রান সংগ্রহ করেছিল। ম্যাচ জিততে তাদের দরকার ছিল ৬১ রান🍸। চ✱তুর্থ দিনের প্রথম সেশনেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। দুর্দান্ত শতরান করে জো রুট ইংল্যান্ডকে জয় এনে দেন। ইংল্যান্ড ৫ উইকেটে ২৭৯ রান তুলে লর্ডস টেস্ট পকেটে পোরে।
শেষ ইনিংসে রুটকে যথাযথ সঙ্গতꦺ করেন ব্রিটিশ দলনায়ক বেন স্টোকস ও উইকেটকিপার বেন ফোকস। স্টোকস ৫৪ রান করে আউট হন। ꦦফোকস নট-আউট থাকেন ৩২ রান করে। রুট ১২টি বাউন্ডারির সাহায্যে ১৭০ বলে ১১৫ রান করে অপরাজিত থেকে যান।
টেস🤡্টে রুটের এটি ২৬ নম্বর শতরান। সেই সঙ্গে ব্রিটিশ তারকা ইতিহাসের ১৪ নম্বর ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রান পূর্ণ করেন। দরকার ছিল ১১১ রান। প্রথম ইনিংসে ১১ রানে 🦋আউট হওয়ার পরে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে মাইলস্টোন টপকে যান রুট।
৫ উইকেটের জয়ের সুবাদে ইংল্যান্ড তিন টেস্টের সিরিজে ১-০ এগিয়ে যায়। তারা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান ১২টি 💃পয়েন্টও সংগ্রহ করে নেয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।