শুভব্রত মুখার্জি
করোনাভাইরাস পরবর্তী সময়ে ইংল্যান্ডের মাটিতেই প্রথম ক্রিকেট শুরু হয়েছিল। সেবার ওয়েস্ট ইন্ডিজের পরে পাকিস্তান খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে। সেই কথা মাথায় রেখে জঙ্গি হানা পরবর্তীতে প্রথমবার পাকিস্তান আসার কথা জানিয়েছিল ইংল্যান্ড ক্র💫ꦍিকেট বোর্ড (ইসিবি)। তবে ইংল্যান্ডের জাতীয় দলের ঐতিহাসিক পাকিস্তান সফর আপাতত স্থগিত হযে গেল।
দীর্ঘ ১৫ বছর পর পাকিস্﷽তান সফরে যাওয়ার পরিকল্পনা ছিল বেন স্টোকসদের। ফলে যথেষ্ট উন্মাদনা ছিল পাকিস্তানের ক্রিকেট মহলে। তবে সীমিত ওভারের প্রস্তাবিত সিরিজটি পিছিয়ে যাচ্ছে। সূত্রের খবর, আগামী বছর জানুয়ারির পরিবর্তে অক্টোবরে হবে সেই 🌟সিরিজ।
প্রসঙ্গত, মার্কাস ট্রেসকথিকের নেতৃত্বে ২০০৫ সালে পাকিস্তান সফরে শেষবার তিনটি টেস্ট আর পাঁচটি একদিনের ম্যাচ খেলেছিল ইংল্যান্ড। তারপর ১৫ বছর পাকিস্তান সফরে যায়নি ইংল্যান্ড ক্রিকেট দল। শ্রীলঙ্কার ক্রিকেট দলের উপর জঙ্গဣি হানার কারণেই খেলোয়াড়দের পাকিস্তানে পাঠানো হয়নি।
ইংল্যান্ড দ্বিতীয় বা তৃতীয় সারির দল⭕কে পাকিস্তানে পাঠাতে চেয়েছিল। কারণ মূল দল একই সময়ে খেলবে শ্রীলঙ্কা ও ভারতের বিরুদ্ধে। বিগ ব্যাশেও ব্যস্ত থাকবেন অনেক ক্রিকেটার। পাকিস্তান তাতে রাজিও হয়েছিল। কিন্তু পরে ইসিবি নিজেরাই সিদ্ধান্ত বদল করে জানায়, পাকিস্তানে মূল দলই পাঠাতে চায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।